![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TMC: 'তারা পেছনে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ষড়যন্ত্র রয়েছে', কোন প্রসঙ্গে এই মন্তব্য প্রাক্তন মেয়রের?
ABP Ananda Live: ফিরহাদ হাকিম-সৌগত রায়-কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়-মদন মিত্র-হুমায়ুন কবীর। গত কয়েকদিনে শিরোনামে ঘোরাফেরা করছে এই নামগুলো। এবার সেই তালিকায় যুক্ত হল, কলকাতার প্রাক্তন মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্য়ায়ের নাম। তিনি বললেন, 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ভার কমানো, বিকল্প খোঁজা, এসব হয় না। পশ্চিমবঙ্গে তাঁর বিকল্প আসবে না। যারা এসব উচ্চারণ করছে, নিশ্চই তারা পেছনে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ষড়যন্ত্র রয়েছে।' বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলছেন, পার্টির প্রাণভোমরাকে মারার চেষ্টা চলছে, এটা অশনি সংকেত।
আরও খবর, বৃহস্পতিবার আদানি-ইস্য়ুতে সরাসরি প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে তৃণমূলও। গতবছর হিন্ডেনবার্গ রিপোর্টে, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ সামনে আসার পর গৌতম আদানির গ্রেফতারি অবধি দাবি করেন তৃণমূল সাংসদরা। তবে তৃণমূলের এই আদানি-বিরোধিতা রাহুল গান্ধীর মতো ধারাবাহিক নয়। তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের বরাত আদানি গোষ্ঠীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। ২০২১ সালের ২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন গৌতম আদানি। ২০২২ সালে রাজ্য় সরকারের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে গৌতম আদানির ছেলে করণ আদানির হাতে তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের লেটার অফ ইন্টেন্ট তুলে দেন মুখ্য়মন্ত্রী।
![Bangladesh: 'সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়ে আলোচনায় বসুন', এক্স হ্য়ান্ডলে পোস্ট মার্কিন অভিনেত্রীর | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/28/dd7b1a66559d7e5f2cc035f72f2423e21732774527161894_original.png?impolicy=abp_cdn&imwidth=470)
সেরা শিরোনাম
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)