Gold Price: সপ্তাহান্তে বড় সুযোগ, আজ সোনা কিনলে অনেক সস্তায় পাবেন- কত কমল দাম ?
Gold Rate on 14 December: সোনা রুপোর দাম প্রতিদিনই ওঠানামা করে। কখনও দাম বাড়ে, কখনও কমে। গত কয়েকদিন ধরেই সোনার দাম (Gold Silver Price) ছিল ঊর্ধ্বমুখী। তবে গতকাল থেকে দাম আবার কমতে শুরু করেছে।
Gold Price: সোনা রুপোর দাম প্রতিদিনই ওঠানামা করে। কখনও দাম বাড়ে, কখনও কমে। গত কয়েকদিন ধরেই সোনার দাম (Gold Silver Price) ছিল ঊর্ধ্বমুখী। তবে গতকাল থেকে দাম আবার কমতে শুরু করেছে। গতকাল শুক্রবার খানিক দাম (Gold Price) কমলেও আজ সপ্তাহান্তে এসে অনেকটাই সস্তা হয়ে গিয়েছে সোনা। আজ কিনে রাখলে অনেক কমে পাবেন, সাশ্রয় হবে আপনার। দেখে নিন বাংলায় আজ কত দামে বিকোচ্ছে সোনা।
সোনা কেনার সময় দেখে নিতে হবে এগুলি
সোনার একাধিক ভাগ রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের। এই সোনায় সাধারণত বার ও কয়েন হয়ে থাকে। গয়নার সোনা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হালকা গয়না বা পাথর, এডি বসানো গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়। সোনা কেনার সময় হলমার্ক দেওয়া গয়নাই কেনা উচিত। এই হলমার্ক আসলে সোনার বিশুদ্ধতার একটি প্রতীকমাত্র। হাতে তৈরি সোনার গয়না কিনলে আপনাকে বেশি মেকিং চার্জ দিতে হবে।
আজকের সোনা-রুপোর দর (১৪ ডিসেম্বর, ২০২৪)
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭৬৪৩ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৭২৬৫ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৬৯৫৫ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫৯৬৫ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৮৯,৩৩৩ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)
সোনাতে বিনিয়োগ করেন অনেকেই
অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্নের আশায়। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক, করের (Gold Rate Today) পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম অদল-বদল হয়ে থাকে। রুপোর গয়নার চলও রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপো জমিয়ে রাখেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Home Loan: হোম লোন শোধ না হওয়ায় রিকভারি এজেন্ট হেনস্থা করছে ? কী কী আইনি ব্যবস্থা নিতে পারেন ?