Gold Rate Today: সোনার দামে ফের পতন ! আজ শুক্রবারে সস্তা হল সোনা; কত দর চলছে এখন ?
Gold Rate Today in Bengal on 25 April: বাংলার বাজারে আজ ২২ ক্যারাট, ২৪ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম কত চলছে ? দেখে নিন নতুন রেটচার্টে।

Gold Silver Price: আজ শুক্রবার ২৫ এপ্রিল সোনার দামে বড় স্বস্তি পেয়েছেন গ্রাহকরা। গতকালের থেকে আজ অনেকটাই কমে গিয়েছে সোনার দাম। গতকাল লক্ষ্মীবারে এক লাফে চড়ে গিয়েছিল দাম। সেখান থেকে খানিক স্বস্তি (Gold Price) মিলেছে। আজ সোনা কিনলে অনেকটাই কমে পাবেন। বাংলার বাজারে আজ ২২ ক্যারাট, ২৪ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম কত চলছে ? দেখে নিন নতুন রেটচার্টে। অক্ষয় তৃতীয়ার আগে দাম কমলে অনেক গ্রাহকেরই সুবিধে হয়।
৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়া। এই সময় সোনা কেনা শুভ বলে মনে করেন অনেকে। পুরো বৈশাখ মাসটাতেই সোনা কেনার হিড়িক পড়ে যায়। তবে এবার কি চিত্রটা বদলে যাবে ? কলকাতায় নিখাদ সোনার দাম ১ লাখ ছুঁই ছুঁই। ৯০ হাজার পেরিয়ে গিয়েছে গয়নার সোনার দাম। এই সময়ে সোনার অলঙ্কারের দোকানে নানা অফারও চলে। মেকিং চার্জে নানারকম ছাড় দেওয়া হয়। এবারও তার অন্যথা হয়নি। কিন্তু এবার বাড়তে বাড়তে সোনার দাম যেখানে গিয়ে ঠেকছে, তাতে এই ছাড় দিয়েও ক্রেতাদের কতটা টানা যাবে তা নিয়ে সন্দিহান অনেকেই।
আজকের সোনার দাম ( ২৫ এপ্রিল ২০২৫)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৯৫৭৫ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৯০৯৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৮৭১৩ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৭৪৭০ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ৯৮,৬৮৫ |
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
সোনা কেনা বা বিক্রির সময় কয়েকটি বিষয় মনে রাখা আবশ্যক:
- সোনার বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা ক্যারেটে প্রকাশ করা হয়। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা ৯২% খাঁটি। ১৪ এবং ১৮ ক্যারেটে যথাক্রমে মাত্র ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি সোনা থাকে।
- গয়নায় হলমার্ক: হলমার্কে জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি, জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে। তাতে ধাতুর বিশুদ্ধতা এবং তৈরির বছর লেখা থাকে।























