Kashmir Attack: পহেলগাঁওয়ের নিহতদের পরিবারের পাশে LIC, কী ঘোষণা করল সংস্থা ?
LIC of India: এলআইসির সিইও এবং এমডি সিদ্ধার্থ মোহান্তি জানিয়েছেন, এলআইসি পলিসিহোল্ডারদের দাবি জানানোর সমস্যা মেটাতে এই বিমা সংস্থা অনেক ধরনের ছাড় দিচ্ছে নিয়মবিধির ক্ষেত্রে।

LIC of India: কাশ্মীরের পহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হামলার কারণে ২৬ জন নাগরিকের মৃত্যু হয়েছে। আর এই ঘটনায় গোটা দেশ (Kashmir Attack) ক্ষুব্ধ। আর এই আবহে দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC of India) জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। বড় ঘোষণা করেছে সংস্থা। জানানো হয়েছে যে নিহতদের জন্য তাদের পরিবারকে সাহায্য করতে দ্রুত ক্লেম সেটলমেন্ট (Claim Settlement) করা হবে। এমনকী এই প্রক্রিয়ার নিয়মবিধিও অনেক শিথিল করে দেওয়া হয়েছে।
পহেলগাঁওতে এই জঙ্গি হামলায় নাগরিকদের মৃত্যুর ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করে একটি বিবৃতিতে এলআইসি জানিয়েছে যে এই ঘটনায় নিহতদের পরিবারকে সাহায্য করা হবে। সমস্ত রকম সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এলআইসি। এমনকী এই সংস্থা আরও জানিয়েছে যে ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্য দেওয়ার জন্য তাদের দ্রুত ক্লেম সেটলমেন্ট করা হবে।
এলআইসির সিইও এবং এমডি সিদ্ধার্থ মোহান্তি জানিয়েছেন, এলআইসি পলিসিহোল্ডারদের দাবি জানানোর সমস্যা মেটাতে এই বিমা সংস্থা অনেক ধরনের ছাড় দিচ্ছে নিয়মবিধির ক্ষেত্রে। তিনি বলেন যে ডেথ সার্টিফিকেটের বদলে এই সন্ত্রাসবাদি হামলায় মৃত্যুর প্রমাণ হিসেবে কেন্দ্র বা রাজ্য সরকারের কোনও নথিতে মৃত্যুর উল্লেখ থাকলেই হবে। এমনকী সরকারের তরফে কোনও ক্ষতিপূরণ পেয়ে থাকলে সেই নথিও জমা করা যাবে ক্লেম সেটলমেন্টের জন্য। বিবৃতিতে আরও বলা হয়েছে, পলিসিহোল্ডারদের ক্লেম সেটলমেন্ট দ্রুত নিষ্পত্তি করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে সহজে আর্থিক সহায়তা পেতে পারে, সেজন্য সর্বতোভাবে চেষ্টা করবে এলআইসি।
এলআইসির এই ক্লেম সেটলমেন্টের ক্ষেত্রে সংস্থার তরফে একটি হেল্পলাইন নম্বর জারি করেছে। যে কোনও ধরনের দাবির জন্য আপনি আপনার নিকটতম এলআইসির শাখা অফিসে যোগাযোগ করতে পারেন। অথবা আপনি ঘরে বসেই টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ০২২-৬৮২৭৬৮২৭ নম্বরেও ফোন করে সমস্যার সমাধান পেতে পারেন।
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ১ কোটি টাকা অনুদানের ঘোষণা করেছে
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সিইও আশিস চৌহান এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে জানিয়েছেন যে এই কঠিন সময়ে নিহতদের পরিবারকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ১ কোটি টাকা আর্থিক সাহায্য করবে। শুধু তাই নয়, এই নিহতদের পরিবারকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জও। আশিস চৌহান তাঁর এক্স পোস্টে তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।






















