Gold Rate Today: শুক্রবারে পরপর দু’বার বদলে গেল দাম, সোনা কিনতে যাওয়ার আগে জানুন খরচ বাড়ল না কমল ?
Gold Price Changed Today on 1 August Evening: আজ শুক্রবার সন্ধেয় সোনার দাম সকালের থেকে এক লাফে বেড়ে গেল অনেকটাই। এখন ১০ গ্রাম সোনা কিনতে অনেকটাই বেশি খরচ হবে।

Gold Silver Price: সোনার দাম আজ ১ অগাস্ট মাসের শুরুতে সকালেই অনেকখানি কমে গিয়েছিল বাংলার বাজারে। মাসের শুরুতে সস্তা হয়েছিল সোনার দাম। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। আজ পরপর দু'বার বদলে গেল সোনার দাম। আজ শুক্রবার সন্ধেয় সোনার দাম (Gold Price Today) সকালের থেকে এক লাফে বেড়ে গেল অনেকটাই। এখন ১০ গ্রাম সোনা কিনতে অনেকটাই বেশি খরচ হবে। নতুন রেটচার্টে দাম কত হল জেনে নিন এক নজরে।
আজকের সোনার দাম (১ অগাস্ট, ২০২৫)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৯৮৯৯ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৯৪০৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৯০০৮ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৭৭২০ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ১,১০,৮৬৪ |
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
দেশে সোনা কেনাকে শুভ হিসাবে ধরা হয়
ভারতে যে কোনও উৎসবে বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে। অনেকে সোনাকে আবার বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে বেশি (Gold Silver Price) মুনাফা পাওয়া যায়। তবে সোনার গয়না কেনার ক্ষেত্রে খরচ অনেকখানি বেড়ে যায়। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন।
সোনার গয়না কেনার সময় হলমার্ক দেখে নেওয়া জরুরি
হলমার্কে জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















