Gold Silver Price: বিয়ের গয়না গড়াবেন ? আজ সোনা কিনলে সাশ্রয় হবে ? দেখুন রেটচার্ট
Gold Price Silver Price on 3 January: সোনার দাম বিগত সপ্তাহ থেকেই বাড়তে শুরু করেছে। প্রতিদিনই অল্প অল্প করে দাম বেড়ে চলেছে সোনার। বিয়ের মরশুম আর কিছুদিনের মধ্যে শুরু হবে আবার।
Gold Price: সোনার দাম বিগত সপ্তাহ থেকেই বাড়তে শুরু করেছে। প্রতিদিনই অল্প অল্প করে দাম বেড়ে চলেছে সোনার। বিয়ের মরশুম আর কিছুদিনের মধ্যে শুরু হবে আবার। সেই জন্য বিয়ের গয়না (Gold Price Today) গড়াতে চাইলে এই মুহূর্তে যদি কিনে ফেলতে চান, সোনার দাম (Gold Rate) কত চলছে দেখে নিন। আজ বাংলায় গতকালের থেকেও দাম বেড়ে গিয়েছে সোনার। আজ কিনলে বাড়বে খরচ। বাংলায় কত চলছে দাম ?
সোনার দামে ওঠানামা
সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। কখনও বাড়ে, কখনও কমে। শুল্ক, করের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সোনার দামে অদল-বদল হয়ে থাকে। আবার একেকটি রাজ্যে একেক রকম সোনার দাম চলে। ফলে সোনা কিনতে হলে সেদিনের সোনার দাম দেখে নিয়ে কিনতে হবে, সোনা বিক্রির ক্ষেত্রেও সেদিনের যা দর চলছে সেই অনুযায়ী সোনার দাম পাওয়া যাবে। সংস্থা অনুযায়ীও এই দামে প্রভেদ দেখা যায়।
আজকের সোনা-রুপোর দর (৩ জানুয়ারি, ২০২৫)
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭৭২৬ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৭৩৪৫ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৭০৩০ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৬০৩০ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৮৮,০২৯ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)
(*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।)
সোনার গয়না কেনেন অনেকে, কেউ করেন বিনিয়োগ
সোনা যে কোনও সময় যে কোনও ভারতীয় তথা বাঙালির কাছে এক নিশ্চিন্ত বিনিয়োগের মাধ্যম বলেই মনে করা হয়। যুগ যুগ ধরে ভারতীয়দের মধ্যে সোনা কেনার চল রয়েছে। অনেকেই মনে করেন সোনা হল অসময়ের বন্ধু, টাকার অভাব হলে সোনা বিক্রি করে মুনাফা পাওয়া যায়। তাই কেউ কেউ সোনার গয়না গড়ান অলঙ্কার হিসেবে আবার কেউ করেন সোনায় বিনিয়োগ। তবে সোনার গয়না কোনও বিনিয়োগ নয়, সোনায় বিনিয়োগের ক্ষেত্রে সোনার বার বা কয়েন কিংবা সোনার ইটিএফে বিনিয়োগে বেশি মুনাফা মেলে এবং লিকুইডিটি অনেক বেশি, অনেক স্বচ্ছ্ব।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।