Gold Silver Price: ৮০ হাজারে উঠল সোনার দাম, বিয়ের মরশুমে গয়না গড়াতে পকেটে টান পড়বে ?
Gold Rate Today on 24 January: বড় লাফ সোনার দামে। আজ ৮০ হাজারে পৌঁছে গেল সোনা। বাংলার বাজারে আজ ২৪ জানুয়ারি শুক্রবারে ২৪ ক্যারাট সোনার দাম হয়ে গেল প্রতি গ্রামে ৮০১৯ টাকা।

Gold Rate Today: বড় লাফ সোনার দামে। আজ ৮০ হাজারে পৌঁছে গেল সোনা। বাংলার বাজারে আজ ২৪ জানুয়ারি শুক্রবারে ২৪ ক্যারাট সোনার দাম হয়ে গেল প্রতি গ্রামে ৮০১৯ টাকা আর ২২ ক্যারাট গয়নার সোনার দাম (Gold Rate Today) হল প্রতি গ্রামে ৭৬২০ টাকা। বিয়ের মরশুমে প্রবল চাহিদার জন্য পাল্ল দিয়ে বেড়ে গিয়েছে সোনার দাম। আজ দোকানে গিয়ে সোনার গয়না (Gold Silver Price) গড়াতে গেলে অনেক খরচ হবে। আর কি কমবে না দাম ?
আজকের সোনা-রুপোর দর (২৪ জানুয়ারি, ২০২৫)
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৮০১৯ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৭৬২০ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৭২৯৭ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৬২৫৫ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৯১,৪১৩ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
সোনার একাধিক শ্রেণিবিভাগ। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের। এই সোনায় গয়না গড়ানো হয় না সাধারণত। বার ও কয়েন হয়ে থাকে। সাধারণত ২২ ক্যারেটের সোনাই গয়নার সোনা । যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও হয়। হিরে বা পাথর সেটিংয়ের গয়নায় ব্যবহার হয় এগুলি। এছাড়া বাজারে এসেছে পকেন্টফ্রেন্ডলি সোনার হালকা গয়না । সেগুলি কম ক্যারাটের সোনা দিয়ে তৈরি হয়।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)
(*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।)
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )
আরও পড়ুন: Airtel Recharge Plan: এই ২ জনপ্রিয় রিচার্জ প্ল্যান বদলে দিল এয়ারটেল, এখন কত খরচ পড়বে ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
