Gold Silver Price : হলুদ ধাতুর দর চড়ল কতটা ? আজ কত সোনা-রুপোর দাম
Gold Silver Rate : ২১ ডিসেম্বর, ২০২৩- এ কোন সোনার কত দাম, ২২ ক্যারেটের দাম আজ কোথায় দাঁড়িয়ে ? ২৪ ক্যারেট কোন ক্যারেটে দামে কতটা ওঠানামা রইল একঝলকে-
কলকাতা : সোনা-রুপোর গয়না যেমন পছন্দের আভরণ, তেমন বাঙালির পছন্দের বিনিয়োগও বটে। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর। শুভ অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে রয়েছে সোনার কেনার চল। আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম (silver price) কত চলছে?
দোকানে যাওয়ার আগে সেদিনের দাম যাচাই করে নেওয়া গেলে সুবিধা হয় ক্রেতাদের। ঠিক দামে ঠিক জিনিসটি কেনা যায়। মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। সামনের মাঘেই ফের শুরু বিয়ের মরশুম। সেই সঙ্গে আছে বিভিন্ন শুভ কাজের দিন। তাই সোনায় টাকা বিনিয়োগ করতে পারেন। প্রতিদিন সোনা-রুপোর দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC Indicative Hallmark Gold Jewellery Rate/gm Rs. On 21 Dec 2023)। আজ, ২১ ডিসেম্বর, ২০২৩- এ কোন সোনার কত দাম, ২২ ক্যারেটের দাম আজ কোথায় দাঁড়িয়ে ? ২৪ ক্যারেট কোন ক্যারেটে দামে কতটা ওঠানামা রইল একঝলকে-
২৪ ক্যারেট (Fine Gold 995) সোনা সবথেকে খাঁটি সোনা। এই সোনা ১ গ্রামের দাম ৬২১৮ টাকা। এদিকে, ২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে সবথেকে বেশি কাজে লাগে। এই সোনা কিনতে গেলে ১ গ্রামের দাম পড়বে ৬০০৭ টাকা। ২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে কাজে লাগে। এই সোনা যদি বিক্রি করেন কেউ, তাহলে ১ গ্রামের জন্য দাম পাবেন ৫৬৫৮ টাকা। আর ১৮ ক্যারেট সোনা লাগে হিরে ও পাথর সেটিংয়ের গয়না তৈরি করতে। এর ১ গ্রাম কিনতে দাম লাগে ৪৯৫০ টাকা। পাশপাশি রুপো (৯৯৯)র গয়নার শখ থাকে অনেকের। কেউ ১ কেজি রুপো কিনতে দাম পড়বে ৭৪৬৯৪ টাকা। মাথায় রাখতে হবে, সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
আরও পড়ুন- ফের করোনার চোখরাঙানি ! গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০০-র বেশি, সতর্কবার্তা কেন্দ্রের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।