Gold Price: পয়লা বৈশাখের আগেই বিরাট হেরফের সোনার দামে, আজ কিনতে গেলে কি বেশি খরচ হবে ?
Gold Price: সোনা রুপোর দাম গতকালের থেকে এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে। এই প্রথম ৭০ হাজারের সীমা স্পর্শ করে ফেলেছে সোনার দাম। আজ কত রেট চলছে সোনার ?
Gold Silver Price Today: গতকাল শুক্রবার বাজারে খানিক সস্তা হয়েছিল সোনার দাম। তবে সেই স্বস্তি আর দীর্ঘস্থায়ী হল না। সোনার দাম হু হু করে বেড়ে গেল। এবার তাহলে হাতের বাইরেই চলে গেল সোনা। সোনা রুপোর দাম গতকালের থেকে এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে। এই প্রথম ৭০ হাজারের সীমা স্পর্শ করে ফেলেছে সোনার দাম। বাংলায় আজ কত চলছে দাম ? এক ঝলকে দেখে নিন রেটচার্টে।
আজকের দামে কী হেরফের
বৃহস্পতিবার পর্যন্ত বাজারে দাম বেড়েছিল সোনার। কিন্তু শুক্রবার সেই তুলনায় দাম কমতে দেখা গিয়েছিল সোনা-রুপোর। তবে আজ সপ্তাহান্তের শনিবারে এসে বিরাট লাফ দিল সোনার দাম। ২৪ ক্যারেট সোনার দাম এক লাফে গতকালের থেকে ১১৯ টাকা বেড়ে হয়েছে ৭০৬৫ টাকা প্রতি গ্রাম। অন্যদিকে গহনার সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১১৫ টাকা বেড়ে হল ৬৮২৫ টাকা। সোনা কেনার দাম আর বিক্রি করার দামে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। যেখানে ৬৮২৫ টাকা প্রতি গ্রামে আপনি ২২ ক্যারেট সোনা কিনবেন, সেখানে বিক্রি করার সময় সেই দর কমে হয় ৬৪২৯ টাকা। আজ শনিবারের বাজারে দাম (Gold Price Today) গতকালের রেটের থেকে অনেক বেড়ে গিয়েছে, ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম বেড়েছে। অন্যদিকে, রুপোর দামও আজ বিপুল হারে বেড়েছে, এখন রুপোর দর প্রতি কেজিতে হয়েছে ৮০,৭৬০ টাকা।
আজকের সোনার দর (৬ এপ্রিল, ২০২৪):
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭০৬৫ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৬৮২৫ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৬৪২৯ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫৬২৪ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৮০,৭৬০ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
কীসের ওপর নির্ভর করে সোনার বিশুদ্ধতা
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
আরও পড়ুন: UPI Cash Deposit: কার্ড ছাড়া টাকা তোলেন এটিএমে ? জমাও হবে কার্ড ছাড়া - কীভাবে ?