Sundar Pichai : কর্মী ছাঁটাইয়ের মধ্যেই ১৮৫৪ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ আয় Alphabet CEO সুন্দর পিচাইয়ের
Alphabet : পিচাই এবং অ্যালফাবেটের কর্মীদের মধ্যে আয়ের বৈষম্য উদ্বেগ বাড়িয়েছে
নয়াদিল্লি : খরচ কমানোর জন্য বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই করছে Alphabet। এদিকে এরকম একটা সময়েই ভারতীয় মুদ্রায় প্রায় ১৮৫৪ কোটি ক্ষতিপূরণ বাবদ উপার্জন করলেন সংস্থার CEO সুন্দর পিচাই। শুক্রবার প্রকাশিত হওয়া সিকিউরিটিজ ফাইলিং থেকে এই তথ্য প্রকাশ্যে এসেছে। যা Alphabet-এর কর্মীদের আয়ের ৮০০ গুণ।
কোম্পানির ফাইলিং অনুযায়ী, পিচাই যে ক্ষতিপূরণ পেয়েছেন তার মধ্যে রয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ১৭৮৮ কোটি টাকার স্টক। এই খবরে অবশ্য অনেকেরই 'চক্ষু চড়কগাছ'। কারণ, Alphabet গোটা বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই করছে। ২০২২-এর জানুয়ারিতে, সংস্থা ঘোষণা করেছিল, বিশ্বজুড়ে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে তাদের। যা মোট কর্মীর ৬ শতাংশ।
পিচাই এবং অ্যালফাবেটের কর্মীদের মধ্যে আয়ের এই বৈষম্য উদ্বেগ বাড়িয়েছে। কেউ কেউ কোম্পানির কর্মীদের কল্যাণের পরিবর্তে এক্সিকিউটিভ স্তরের কর্মীদের বেতনকে অগ্রাধিকার দেওয়া নিয়ে সমালোচনা করেছেন। সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী অ্যালফাবেটের বিভিন্ন অফিসে ছাঁটাইয়ের বিরুদ্ধে কর্মচারীদের ক্ষোভ ছড়িয়েছে।
এপ্রিলের গোড়ার দিকে লন্ডনে গুগলের শয়ে শয়ে কর্মী সংস্থার ছাঁটাই পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন। একইভাবে, গত বছর মার্চ মাসে গুগলের জুরিখ অফিসের কর্মীরা ছাঁটাই সিদ্ধান্তের প্রতিবাদে অফিস থেকে বেরিয়ে যান। যার প্রভাব পড়েছিল ২০০ কর্মীর উপর।
এককথায় বিপুল কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটে গুগলের (Google Layoffs)পেরেন্ট কোম্পানি অ্যালফাবেট (Alphabet)। সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশ্যে চলে আসে কোম্পানি প্রধানের বার্তা। গুগলের প্রতিদ্বন্দ্বী কোম্পানি মাইক্রোসফট জানিয়ে দেয়,আপাতত ১০,০০০ কর্মী ছাঁটাই করবে কোম্পানি। বিশ্বের বড় টেক প্রযুক্তি সংস্থার এই ছাঁটাইয়ের খবরে 'গেল গেল রব' পড়ে যায় বিশ্বজুড়ে। সেই পথে হাঁটে অ্যালফাবেট। বিশ্বজুড়ে কোম্পানির বিভিন্ন শাখায় এই ছাঁটাইয়ের প্রক্রিয়া চলছে।
কোন কোন বিভাগে হবে ছাঁটাই - গুগলের তরফে স্টাফ মেমোয় তা জানানোও হয়, নিয়োগ সংক্রান্ত মানে হিউম্যান রিসোর্স, কর্পোরেট ফাংশন, ইঞ্জিনিয়ারিং ও প্রোডাক্ট টিম থেকে এই কর্মী ছাঁটাই করার কথা বলা হয়। শোনা যায়, মার্কিন মুলুকে মন্দার আশঙ্কায় তড়িঘড়ি এই কর্মী ছাঁটাই মাইক্রোসফট ও গুগলের।
মূলত, প্রযুক্তি খাতে বড় ধস নামার আশঙ্কা থেকেই এই ছাঁটাই। টেক সাইটগুলির মতে,মন্দার পাশাপাশি আরও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ (artificial intelligence) করতে চাইছে কোম্পানিগুলি। কর্মী ছাঁটাইয়ের বিষয়ে সুন্দর পিচাই বলেছিলেন, "আমাদের কোম্পানির লক্ষ্যের দিকে নজর দিতে হবে। আগামী দিনে যে বিপুল পরিমাণ সুযোগ আমাদের সামনে আসছে, আমি সেই বিষয়ে আত্মবিশ্বাসী। আমরা আগেই AI-তে বিনিয়োগ করে আমাদের পণ্য় ও পরিষেবাকে আরও শক্তিশালী করতে চলেছি। ভবিষ্যতে এই বিনিয়োগ আমাদের লক্ষ্য় পূরণের গতিকে আরও শক্তি জোগাবে।"
আরও পড়ুন ; রোজের আয় প্রায় ৬ কোটি, সুন্দর পিচাইয়ের জন্মদিনে জানুন এমনই কিছু বিস্ময়কর তথ্য