GST On Insurance: স্বাস্থ্যবিমা, জীবনবিমায় GST নেই, ২২ সেপ্টেম্বরের পরে প্রিমিয়াম দিলেই এই সুবিধে ? IRDAI জানাল নিয়ম
IRDAI update on GST: একটি সরকারি বিবৃতিতে ভারতীয় বিমা নিয়ন্ত্রক উন্নয়ন কর্তৃপক্ষ (IRDAI) স্পষ্ট করে জানিয়েছে যে জিএসটি হার ১৮ শতাংশ থেকে শূন্য করে দেওয়ার এই নিয়ম কোন কোন পলিসির ক্ষেত্রে প্রযোজ্য।

IRDAI Update on Premium Payment: জিএসটি কাউন্সিল সমস্ত বিমা গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এসেছে। বিমার প্রিমিয়ামের উপর জিএসটি হার (GST Reforms) ১৮ শতাংশ থেকে কমিয়ে শূন্য করা হয়েছে। এর ফলে কিছু পলিসিহোল্ডারদের (GST on Insurance) বড় স্বস্তি এসেছে। অনেকে আবার এই জিএসটি ছাড়ের সুবিধে পেতে দেরিতে প্রিমিয়াম দেওয়ার কথা ভাবছেন। যদি আপনি ২২ সেপ্টেম্বরের পরে প্রিমিয়াম জমা করেন, এবং জিএসটি ছাড়ের সুবিধে পেতে দেরিতে প্রিমিয়াম (Insurance Premium) দেন তাহলে আপনার জন্য এই প্রতিবেদন। এই প্রসঙ্গে বিমা নিয়ন্ত্রক সংস্থা IRDAI এনেছে বড় আপডেট।
একটি সরকারি বিবৃতিতে ভারতীয় বিমা নিয়ন্ত্রক উন্নয়ন কর্তৃপক্ষ (IRDAI) স্পষ্ট করে জানিয়েছে যে জিএসটি হার ১৮ শতাংশ থেকে শূন্য করে দেওয়ার এই নিয়ম সেই সমস্ত পলিসির ক্ষেত্রেই প্রযোজ্য যাদের রিনিউয়ালের তারিখ রয়েছে ২২ সেপ্টেম্বরের পরে অথবা নতুন পলিসিহোল্ডারদের জন্য এই নিয়ম রয়েছে। এই সংস্থা আরও স্পষ্ট করে জানিয়েছে যে এই জিএসটি হার হ্রাস কোনও গ্রেস পিরিয়ডে থাকা পলিসির জন্য গ্রাহ্য হবে না।
আগাম প্রিমিয়াম দিয়ে থাকলে জিএসটি রিফান্ড নেই
আপনি যদি ইতিমধ্যেই জিএসটি সহ আপনার বিমার প্রিমিয়াম জমা করে থাকেন তাহলে আপনি কিন্তু কোনও টাকা ফেরত পাবেন না। লেনদেনের সময় বর্তমান কর ধার্য হবে ১৮ শতাংশ হারে। জিএসটি কমে গিয়েছে বলে কোনও টাকা আপনাকে বিমা সংস্থার তরফে ফেরত দেওয়া হবে না। বর্তমান নীতিগুলি অপরিবর্তি থাকবে একই কভারেজ ও সুবিধে সহ।
কখন পাবেন সুবিধে
২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে এই নতুন জিএসটি হার কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্র। তাই এই তারিখের পর আপনার পলিসির যে আগামী রিনিউয়াল তারিখ রয়েছে সেই সময় থেকে আপনি জিএসটিতে ছাড় পাবেন। যেমন ২০২৭ সালে শেষ হওয়া তিন বছরের পলিসির রিনিউয়ালের সময় প্রিমিয়াম প্রায় ১৮ শতাংশ কম দিতে হবে। কারণ জিএসটি ছাড়া শুধু প্রিমিয়ামটিই আপনাকে দিতে হবে। এই নিয়ম জীবনবিমা ও স্বাস্থ্যবিমা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
কেন্দ্র সরকারের ঘোষণায় জানা গিয়েছে ২২ সেপ্টেম্বর থেকে টার্ম লাইফ, ইউলিপ, এনডাওমেন্ট সমস্ত ধরনের বিমার উপর থেকে জিএসটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সমস্ত ইনডিভিজুয়াল স্বাস্থ্যবিমা, ফ্যামিলি ফ্লোটার এবং সিনিয়র সিটিজেন পলিসিতেও আর জিএসটি ধার্য করা হবে না।






















