আগামীকালের জন্য পরিকল্পনা করে ফেলুন আজই : এক নিরাপদ অবসরের প্রয়োজনীয় ধাপগুলি
HDFC Life Smart Pension Plan - অবসরের পরেও যাতে আয়ের প্রবাহ ঠিক ও নিয়মিত থাকে তা নিশ্চিত করে এই প্ল্যানটি
আপনার কেরিয়ারের মধ্যগগনে যখন আপনি, সেখান থেকে অবসরের বিষয়টিকে অনেকটা দূর আকাশের তারা বলেই মনে হয়। তবে, সেখান থেকেই যদি আপনি অবসরের পরিকল্পনাটি আগেভাগে করে নেন, তাহলে সময়ের সঙ্গে এর লাভ ও সুবিধা পরিলক্ষিত হয়। ৩৫ থেকে ৪৫ বছর বয়সী চাকরিজীবীদের নিরাপদ ও আরামদায়ক এক ভবিষ্যতের জন্য অবসর পরিকল্পনার ধাপগুলি বুঝে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। প্রতিটি ধাপ ও তার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে সম্যক অবগতি থাকলে, নিজের আর্থিক লক্ষ্যমাত্রা মোতাবেক আপনি সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত নিতে পারবেন।
প্রথম ধাপ : সঞ্চয় পর্যায়
অবসরের পরিকল্পনার ভিত্তি তৈরির সময়টাই হল সঞ্চয় পর্যায়, ২০ বছর বয়স থেকে মধ্য চল্লিশের মধ্যেকার সময়টাই খুব গুরুত্বপূর্ণ। এই সময়কালের মধ্যে, নিয়ম মেনে সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে সম্পদ বৃদ্ধির দিকে মনোনিবেশ জরুরি। তাই, মাসিক আয়ের একটা অংশ সরিয়ে রাখতে পারেন বিভিন্ন বহুমুখী সম্পদ যেমন মিউচুয়াল ফান্ড, ULIPs অথবা পেনশন প্রকল্পে। কর বাঁচবে এমন বিনিয়োগ প্রকল্পের সুবিধা নিলে সময়ের সঙ্গে সঙ্গে আপনার সম্পদ বৃদ্ধি পাবে।
দ্বিতীয় ধাপ : বৃদ্ধির পর্যায়
আপনি যখন ৪০ বা ৫০-এর শুরুর দিকে অগ্রসর হচ্ছেন, সঞ্চিত অর্থের বৃদ্ধির দিকে আপনার নজর ঘোরানো উচিত। এই সময়ে নিজের বিনিয়োগ পোর্টফোলিওকে পর্যালোচনা করে নিজের ক্রমপরিবর্তনশীল ঝুঁকি অনুযায়ী এটির ভারসাম্য ঠিক করা উচিত। ঝুঁকি কমানোর সঙ্গে সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রিটার্ন অফার করে এমন এবং মুদ্রাস্ফীতির সঙ্গে সাযুজ্য রেখে আপনার তহবিলের বৃদ্ধি নিশ্চিত করে এমন দীর্ঘমেয়াদি আর্থিক হাতিয়ারগুলির ব্যাপারে ভাবনাচিন্তা করুন।
তৃতীয় ধাপ - সংরক্ষণ পর্যায়
সময় যত অবসরের দিকে এগিয়ে আসবে, অর্থাৎ মধ্য পঞ্চাশ বা ষাটের শুরুতে, নিজের সম্পদকে রক্ষা করাই তখন প্রাধান্য পাবে। ঝুঁকি বেশি, এমন বিনিয়োগগুলিতে প্রাধান্য কম দিতে হবে। বন্ড, ফিক্সড ডিপোজিট বা পেনশন প্ল্যানের মত বিকল্পগুলি বেছে নিতে হবে যাতে করে সেগুলি অবসরকালীন তহবিলকে বেশি সুরক্ষা দিতে পারে। এই পর্বটি আপনাকে এটা নিশ্চিত করবে যে আপনার কঠোর-পরিশ্রমের দ্বারা অর্জিত টাকা সুরক্ষিত এবং যখন আপনার প্রয়োজন হবে তা তাড়াতাড়ি আপনি পেতে পারবেন।
চতুর্থ ধাপ - বণ্টন পর্যায়
অবসর বন্টন পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে আপনার সঞ্চিত অর্থ থেকে নির্দিষ্ট অর্থ আয় করার দিকে নজর থাকে। সু সংগঠিত একটি পেনশন প্রকল্প নিশ্চিত করে যে পে আউট আপনি নিয়মিত পাচ্ছেন, আর এর ফলে কোনওরকম আর্থিক চাপ ছাড়া জীবনযাত্রার মান বজায় রাখা সম্ভব হয়। চাকরির শুরুতে উপযুক্ত পরিকল্পনা করে রাখলে অবসরের পরে যা আপনাকে নির্ঝঞ্ঝাট একটি জীবন ও স্বতন্ত্র সময় কাটাতে সহায়তা করবে।
HDFC লাইফ স্মার্ট পেনশন প্ল্যান কেন বেছে নেবেন ?
অবসর পরিকল্পনার কথা যখন আসে, সঙ্গে উপযুক্ত কোনও সঙ্গী থাকলে তাহলে আর কথাই নেই ! HDFC লাইফ স্মার্ট পেনশন প্ল্যান এখানেই আপনার অবসরকালীন প্রয়োজনীয়তা দারুণভাবে নিশ্চিত করে এর আর্থিক স্থিতিশীলতা এবং মানসিক শান্তি প্রদানের মাধ্যমে।
- স্বাধীন এক জীবনযাপনের জন্য নিয়মিত আয় : অবসরের পরেও যাতে আয়ের প্রবাহ ঠিক ও নিয়মিত থাকে তা নিশ্চিত করে এই প্ল্যানটি। যাতে আপনি স্বাধীন ও স্বতন্ত্র জীবন নির্বাহ করতে পারেন, আপনার জীবনযাপনের ধারার সঙ্গে কোনওরকম আপোষ না করে।
- সার্বিক জীবন বিমা কভারেজ : আপনি যে প্রিমিয়াম দেবেন তার ১০৫ শতাংশ জীবন বিমা কভারেজের বিকল্প থাকছে আপনার জন্য। এর মধ্যে থাকছে টপ -আপ প্রিমিয়ামও। ফলে আপনার প্রিয়জন থাকবেন আর্থিকভাবে আরও সুরক্ষিত।
তাহলে আর কী ! HDFC লাইফ স্মার্ট পেনশন প্ল্যানের সঙ্গে নিজের অবসরকালীন যাত্রায় জুড়ে ফেলুন নিজেকে। এবং এমন এক ভবিষ্যৎ গড়ুন, যা আপনার বর্তমানের সঙ্গেই মানানসই।
Disclaimer : This article is a featured article. ABP Network Pvt. Ltd. and/or ABP Live do not in any manner whatsoever endorse/subscribe to the contents of this article/advertisement and/or views expressed herein. Reader discretion is advised.