Hinduja Group: কর্মীদের শোষণ, নির্যাতনের অপরাধ, ধনকুবের হিন্দুজা পরিবারের ৪ সদস্যের কারাদণ্ড
Hinduja Family Imprisonment: হিন্দুজা পরিবারের ৪ সদস্য যথাক্রমে প্রকাশ হিন্দুজা (Hinduja Family Jail) এবং তাঁর স্ত্রী কমল হিন্দুজা এবং তাদের পুত্র অজয় ও পুত্রবধূ নম্রতা কারাদণ্ডের সাজা পেয়েছেন।
Hinduja Family Jail: সুইস আদালত গতকাল শুক্রবার জেনেভা প্রাসাদে ভারতীয় কর্মচারীদের শোষণ ও নির্যাতনের অপরাধে হিন্দুজা পরিবারের ৪ সদস্যকে কারাদণ্ড দিয়েছে। এই হিন্দুজা পরিবারের উপরেই উঠেছিল মানব পাচারের অভিযোগ (Hinduja Family)। তবে সেই অভিযোগ ও মামলা থেকে নিষ্কৃতি পেয়েছিলেন তারা। এই কারাদণ্ড ঘোষণার সময় হিন্দুজা পরিবারের কেউই আদালতে উপস্থিত ছিলেন না। হিন্দুজা পরিবারের ৪ সদস্য যথাক্রমে প্রকাশ হিন্দুজা (Hinduja Family Jail) এবং তাঁর স্ত্রী কমল হিন্দুজা এবং তাদের পুত্র অজয় ও পুত্রবধূ নম্রতা এই সাজা পেয়েছেন। জেনেভা আদালত জানিয়েছে প্রকাশ হিন্দুজা ও কমল হিন্দুজাকে সাড়ে চার বছরের কারাবাস এবং তাদের পুত্র ও পুত্রবধূকে ৪ বছরের কারাবাস করতে হবে।
আদালতের তরফে জানানো হয়েছে, ভারত থেকে সামান্য বেতনে কর্মী নিয়ে এসে তাদের সুইস প্রাসাদে ক্রীতদাসের মত খাটাতেন হিন্দুজা পরিবারের সদস্যরা। এমনকী কোনও কোনও সময় কর্মীদের দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করানো হত। কাজে ভুল হলে পরিচারকদের অত্যাচার করতেও ছাড়তেন না তারা। সুইজারল্যান্ডের জেনেভায় একটা হ্রদের ধারে তাদের এক প্রাসাদ রয়েছে। সেখানে তারা নাকি ভারত থেকে পরিচারক, গৃহ সহায়ক নিয়ে এসেছিলেন। তাদের বেতনের টাকা ভারতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ভারতীয় মুদ্রাতেই পাঠানো হত। ছুটি দেওয়া হত না, অমানবিক পরিশ্রম করানো হত, এমনকী মানবিক সম্মানটুকুও পেতেন না কর্মীরা। এও অভিযোগ উঠেছে যে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর তাদের পাসপোর্টও কেড়ে নেওয়া হত। বিরোধী পক্ষের আইনজীবীরা জানিয়েছেন যে, হিন্দুজারা তাদের কর্মীদের খুব সামান্য বেতন দেন এবং বাড়ি থেকে অন্যত্র যাওয়ার ব্যাপারে তাদের সেভাবে স্বাধীনতা দেন না।
যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হিন্দুজারা এবং দাবি করেন যে আইনজীবীরা তাদের দমনের চেষ্টা করছেন। এমনকী জানা যায়, যে তিনজন কর্মী এই অভিযোগ করেছেন তাদের সঙ্গে আদালতের বাইরে আলোচনায় বসে গোপনে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টাও করেছেন তারা। অভিযোগ এও উঠেছে হিন্দুজারা কর্মীদের খুবই সামান্য বেতনে কাজ করাতেন, দিনে ১৮ ঘণ্টা কাজ করানোর বদলে বছরে ২ লক্ষ ৪০ হাজার টাকা (ভারতীয় মুদ্রায়) বেতন পেতেন হিন্দুজার কর্মীরা। সেখানে তাদের পোষ্য কুকুরের জন্যেই বছরে খরচ হত সাড়ে ৮ লক্ষ টাকার কাছাকাছি। যা একজন পরিচারকের এক বছরের বেতনের ৪ গুণ।
এই অভিযোগ খারিজ করে হিন্দুজাদের পক্ষের আইনজীবী সওয়াল জবাবে জানান যে, যারা এসেছিলেন কাজ করতে তারা সব শর্ত জেনে বুঝেই কাজ করতে এসেছিলেন। হিন্দুজাদের সম্পত্তির পরিমাণ এখন ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৯৩ হাজার কোটি টাকা।