Maruti Suzuki India CEO: মারুতি সুজুকিতে বড় খবর ! ১ এপ্রিল থেকে দায়িত্বে পরিবর্তন
Maruti Suzuki India CEO: মারুতি সুজুকি ইন্ডিয়ার দায়িত্বে আসছেন হিসাশি তাকুচি। 1 এপ্রিল 2022 থেকে ম্যানেজিং ডিরেক্টর ও সিওও পদের দায়িত্ব সামলাবেন তিনি।
Maruti Suzuki India CEO: মারুতি সুজুকি ইন্ডিয়ার দায়িত্বে আসছেন হিসাশি তাকুচি। 1 এপ্রিল 2022 থেকে ম্যানেজিং ডিরেক্টর ও সিওও পদের দায়িত্ব সামলাবেন তিনি। 31 মার্চ, 2022-এ শেষ হবে কেনিচি আয়ুকাওয়ার মেয়াদকাল। তাঁর স্থলাভিষিক্ত হবেন তিনি।
Maruti Suzuki India News: কে কোন দায়িত্বে ?
কোম্পানি জানিয়েছে, নির্দিষ্ট পদ থেকে সরে দাঁড়ালেও কেনিচি আয়ুকাওয়া আগামী 30 সেপ্টেম্বর, 2022 পর্যন্ত নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসাবে পূর্ণ-সময়ের পরিচালক হিসাবে মারুতির দায়িত্বে থাকবেন। এই অ্যাপয়েন্টমেন্ট শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষ। কোম্পানির দায়িত্ব পরিবর্তনের বিষয়ে আয়ুকাওয়া বলেন, "ভারত বিশ্বের অন্যতম আকর্ষণীয় একটি অটোমোবাইল বাজার। আমার জন্য এই দায়িত্বের মেয়াদকাল একটি চ্যালেঞ্জিং ও সন্তোষজনক সময় ছিল। সুজুকির নেতৃত্ব দেওয়ার জন্য হিসাশি তাকুচি উপযুক্ত ব্যক্তি। আমি ওর সাফল্য কামনা করি।"
Maruti Suzuki India CEO: কী বললেন তাকুচি ?
দায়িত্ব নিয়ে তাকুচি বলেছেন 'আমাকে বিশ্বাস করার জন্য আপনাকে ধন্যবাদ। আমার প্রতি এই আস্থা রাখার জন্য আমি পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানাই। মারুতি সুজুকি একটি সমৃদ্ধশালী ও ঐতিহ্যবাহী দুর্দান্ত সংস্থা। এই সংস্থায় আগামী দিনে আমরা আরও আকর্ষণীয় গাড়ি আনার চেষ্টা চালাব (যা পরিবেশ ও সমাজের জন্য ভাল) হবে। আমরা আমাদের ব্যবসা এমনভাবে করার চেষ্টা করব, ভারতের অর্থনীতিকে শক্তিশালী করা যায়।''
Maruti Suzuki India CEO: মারুতিতে তাকুচির কর্মজীবনের অতীত বলছে, 1986 সালে Suzuki Motor Corporation (SMC)এ যোগ দেন তিনি। SMC-র পাশাপাশি বিদেশি বাজারেরে অভিজ্ঞতা রয়েছে তাঁর। জুলাই 2019 থেকে Maruti Suzuki-র বোর্ডে রয়েছেন তাকুচি। এপ্রিল 2021 থেকে জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর হিসাবে রয়েছেন কোম্পানিতে৷