Aadhaar Card Online: আধার নম্বর হারিয়ে বা ভুলে গেলে কীভাবে ফিরে পাবেন
UIDAI Update: আধার কার্ড আজকাল আর কেবল ভোট দেওয়ার নথি নয়, একটি অনন্য পরিচয়পত্র। বর্তমানে এই কার্ড অনেক সরকারি আর্থিক লেনদেনের জন্য প্রয়োজন পড়ে।
UIDAI Update: আধার কার্ড আজকাল আর কেবল ভোট দেওয়ার নথি নয়, একটি অনন্য পরিচয়পত্র। বর্তমানে এই কার্ড অনেক সরকারি আর্থিক লেনদেনের জন্য প্রয়োজন পড়ে। বিশেষ করে এতে নাম, জন্মতারিখ ও বায়োমেট্রিক তথ্যের মতো ব্যক্তিগত নথি থাকায় এতে বিশ্বাস করে সরকার।
Aadhaar Card Online: UIDAI দিচ্ছে এই সুযোগ
সেই কারণে আধার কার্ড হারানো যেকোনও ব্যক্তির কাছে রক্তচাপ বৃদ্ধির কারণ হতে পারে। যদিও এখন সহজেই আধার কার্ড পাওয়া যায়। এই কার্ডের ডুপ্লিকেট কপি পেতে কিছু পদ্ধতি অনুসরণ করলেই হবে কাজ। আপনি যদি আপনার আধার কার্ড হারিয়ে ফেলে থাকেন, তাহলে এটি পাওয়ার জন্য আপনার জন্য এখানে একটি ধাপে ধাপে নির্দেশিকা দেওয়া রয়েছে। UIDAI হল একটি অনলাইন প্ল্যাটফর্ম যা আধার নম্বর পুনরুদ্ধার করতে ও আধার কার্ডের একটি কপি ডাউনলোড করতে দেয়।
UIDAI Update: এই ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ তথ্যের একটি তালিকা প্রয়োজন
আপনার আধার নম্বর বা এনরোলমেন্ট আইডি বা ভার্চুয়াল আইডি
রেজিস্টার্ড ফোন নম্বর, মেইল আইডি
জন্ম তারিখ
Aadhaar Card Online: আধার কার্ড পুনরুদ্ধারের পদক্ষেপ:
https://uidai.gov.in বা https://resident.uidai.gov.in-এ যান
"অর্ডার আধার কার্ড" পরিষেবাতে ক্লিক করুন।
12-সংখ্যার ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর, 16-সংখ্যার ভার্চুয়াল আইডেন্টিফিকেশন নম্বর বা 28-সংখ্যার এনলিস্টেড নম্বর লিখুন।
স্ক্রিনে বিস্তারিত দেখে সিকিউরিটি কোড লিখুন।
রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP পাবেন।
আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আপনার আধার নম্বর বা এনরোলমেন্ট নম্বর পাবেন।
আবার UIDAI সেল্ফ সার্ভিস পোর্টালে যান ও "আধার ডাউনলোড করুন" এ ক্লিক করুন।
আপনার যদি আধার নম্বর না থাকে তবে একটি নিবন্ধিত মোবাইল নম্বর থাকে, তবে আধার কার্ড পুনরুদ্ধার করার জন্য ধাপে ধাপে নির্দেশিকা মেনে চলুন
https://resident.uidai.gov.in/lost-uideid -এ যান
পরিষেবার ওটিপি আপনার রেজিস্টার্ড ফোন নম্বরে দেওয়া হয়
আপনি রেজিস্টার্ড মোবাইল নম্বর বা মেল আইডিতে আপনার আধার নম্বর পাবেন।
UIDAI হেল্পলাইন নম্বরের মাধ্যমে আধার কার্ড পাওয়ার জন্য ধাপে ধাপে নির্দেশিকা:
UIDAI হেল্পলাইন নম্বর- 1800-180-1947 বা 011-1947 ডায়াল করুন
আপনার আধার কার্ড ফিরে পেতে প্রয়োজনীয় বিকল্পটি নির্বাচন করুন।
আপনার সমস্ত বিবরণ লিখুন.
এখন আপনি রেজিস্টার্ড মোবাইল নম্বর বা মেল আইডিতে আধার নম্বর পাবেন।
আপনার আধার কার্ডের একটি কপি ডাউনলোড করতে UIDAI সেলফ সার্ভিস পোর্টালে যান।
আরও পড়ুন : SBI Customers Alert: এসবিআই গ্রাহকরা সাবধান ! প্রতারকরা পেতেছে নতুন ফাঁদ, কীভাবে এড়াবেন ?