Income Tax Return : শেষদিনে প্রায় সাড়ে ৬৪ লক্ষ ! সব রেকর্ড ভেঙে চলতি অর্থবর্ষে জমা পড়ল সবথেকে বেশি আয়কর রিটার্ন
৩১ জুলাই সন্ধে ৫ টা থেকে ৬ টা পর্যন্ত ৪ লক্ষ ৯৬ হাজার ৫৫৯ টি আয়কর রিটার্ন জমা পড়েছে। শেষ ঘণ্টায় প্রত্যেক মিনিটের ভিত্তিতে ৮৬২২ টি ও সেকেন্ড প্রতি ৪৮৬ টি আয়ক রিটার্ন জমা পড়েছে ।
নয়াদিল্লি : একলাফে ১৬.১ শতাংশ বৃদ্ধি। আয়কর রিটার্নের ভিত্তিতে নতুন নজির তৈরি হল। ২০২৩-'২৪ অর্থবর্ষের জন্য জমা পড়েছে ৬.৭৭ কোটি আয়কর রিটার্ন। আয়কর বিভাগের (Income Tax Department) পক্ষ থেকে যে তথ্য জানানো হয়েছে। চলতি বছরে আয়কর রিটার্নের মেয়াদ বাড়ানো হয়নি। সময়সীমা ছিল ৩১ জুলাই পর্যন্ত। সেই সময়ের মধ্যে ভারতে ৬.৭৭ কোটি আয়কর রিটার্ন জমা পড়েছে। যা গত অর্থবর্ষের তুলনাময় ১৬.১ শতাংশ বেশি। আয়কর বিভাগের তথ্য অনুযায়ী, ২০২২-'২৩ অর্থবর্ষে ৫.৮৩ কোটি আয়কর রিটার্ন জমা পড়েছিল।
আয়কর রিটার্নের শেষ দিনেই (৩১ জুলাই) শুধুমাত্র রিটার্ন দাখিল করেছেন ৬৪.৩৩ লক্ষ মানুষ। সেদিন সন্ধেয় পোর্টাল বন্ধ হওয়ার আগেও কার্যত রেকর্ড ভিড় দেখা গিয়েছিল। সন্ধে ৫ টা থেকে ৬ টা পর্যন্ত ৪ লক্ষ ৯৬ হাজার ৫৫৯ টি আয়কর রিটার্ন জমা পড়েছে। শেষ ঘণ্টায় প্রত্যেক মিনিটের ভিত্তিতে ৮৬২২ টি ও সেকেন্ড প্রতি ৪৮৬ টি আয়ক রিটার্ন জমা পড়েছে ।
পাশাপাশি গত আর্থিক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে প্রথমবার রিটার্ন দাখিলকারীদের সংখ্যাও। আয়কর দফতরের তথ্য জানাচ্ছে, ৫৩. ৬৭ লক্ষ নতুন আয়করদাতা সদ্য শেষ হওয়া আর্থিক বছরের জন্য রিটার্ন ফাইল করেছেন। এবারে দাখিল হওয়া মোট আয়করের মধ্যে ৫.৬৩ কোটি রিটার্ন ই-ভেরিফাই হয়েছে। যার মধ্যে ৩১ জুলাইয়ের মধ্যেই হয়ে গিয়েছিল ৩.৪৪ কোটি রিটার্ন প্রসেস হয়ে গিয়েছিল।
আয়ক দাখিলের জন্য ই-ফাইলিং পোর্টালে গত জুলাই মাসে প্রায় ৩২ কোটি বার লগ-ইন হয়েছে। যার মধ্যে ২.৭৪ কোটি লগ-ইন নতুন আয়করদাতাদের। গতমাসে হেল্পডেস্কের মাধ্যমে ৫ লক্ষ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে আয়কর দফতরের তরফে। পাশাপাশি রেকর্ড আয়করদাতাদের সংখ্যা বিচারের মাঝে গত আর্থিক বছরের সঙ্গে বিস্তারিত পার্থক্যও সোশ্যাল মিডিয়ায় সামনে এনেছে আয়কর দফতর।
আয়কর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৬ জুনই ১ কোটির বেশি আয়কর রিটার্ন দাখিল হয়ে গিয়েছিল। ১১ জুলাই যা ছোঁয় ২ কোটি। যথাক্রমে ১৮ জুলাই, ২৪ জুলাই ও ২৭ জুলাই ৩ কোটি, ৪ কোটি ও ৫ কোটির সংখ্যা ছোঁয় আয়করদাতাদের রিটার্নের সংখ্যা। গত ৩০ জুলাইতেই গত আর্থিক বছরের ৫.৮৩ কোটি সংখ্যা ছুঁয়ে যায়। আর ৩১ জুলাই নির্ধারিত দিনের শেষে যা শেষপর্যন্ত গিয়ে থামে রেকর্ড ৬.৭৭ কোটিতে।
Income-tax Department appreciates taxpayers and tax professionals for making compliances in time, leading to a record surge in filing of Income-tax Returns (ITRs).
— Income Tax India (@IncomeTaxIndia) August 1, 2023
Here are some highlights:
👉More than 6.77 crore ITRs for AY 2023-24 filed till 31st July, 2023, 16.1% more than… pic.twitter.com/W7cG5ita8B
আরও পড়ুন- সোনা কেনায় অনীহা ভারতীয়দের! উত্তরোত্তর দামবৃদ্ধি, নাকি নোটবাতিল, নেপথ্য কারণ ঠিক কী!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন