(Source: ECI/ABP News/ABP Majha)
India Post: বিদেশ থেকে টাকা পাঠাবেন ? পোস্ট অফিস দিচ্ছে এই সুবিধা
IPPB: এবার থেকে পোস্ট অফিসের মাধ্যমেই ভারতের বাইরে থেকে কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই টাকা পাঠাতে পারবেন আপনিও। তবে যিনি টাকা পাঠাচ্ছেন তাঁকে চার্জ দিতে হলেও, প্রাপককে কোনও চার্জ দিতে হবে না।
IPPB Remittance Service: ভারতীয় পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (India Post Payments Bank) এবার নতুন প্রকল্প চালু করেছে। বিদেশ থেকে টাকা পাঠাতে সাহায্য করবে পোস্ট অফিস। ইউরোনেটের Riya Money Transfer ব্যবস্থার সঙ্গে যৌথভাবে নতুন আন্তর্জাতিক রেমিট্যান্স পরিষেবা চালু করছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক। বুধবার ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের এক ঊর্ধ্বতন আধিকারিক এই বিষয়ে অবগত করেন। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের (International Remittance Service) সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর আর বিবেশ্বরান এই বিষয়ে জানান, এবার থেকে পোস্ট অফিসের মাধ্যমেই ভারতের বাইরে থেকে কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই টাকা পাঠাতে পারবেন আপনিও। তবে যিনি টাকা পাঠাচ্ছেন তাঁকে চার্জ দিতে হলেও, প্রাপককে কোনও চার্জ দিতে হবে না।
IPPB-র ম্যানেজিং ডিরেক্টর কী বলেন
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর আর বিবেশ্বরান জানান, 'যে সমস্ত মানুষ ব্যাঙ্কিং পরিষেবা পান না বা ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত হতে পারেননি, তাদের জন্য টাকা লেনদেনের সুবিধে (India Post Payments Bank) দিতে চলেছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক। ভারতের ২৫ হাজার জায়গায় পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক চালু করছে আন্তর্জাতিক রেমিট্যান্স পরিষেবা। Riya Money Transfer সিস্টেমের সঙ্গে যৌথভাবে এই নতুন প্রকল্প চালু করেত চলেছে পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক। ১.৬৫ লাখ জায়গায় আমাদের সমস্ত নেটওয়ার্ক জুড়ে ধীরে ধীরে এই পরিষেবা বিস্তৃত হবে।
সম্পূর্ণ বা আংশিক টাকা তোলার সুবিধে
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের (India Post Payments Bank) এক শীর্ষ আধিকারিক জানান যে, এই রেমিট্যান্স পরিষেবার মাধ্যমে যে সমস্ত ব্যক্তি টাকা পাবেন, তারা চাইলে পুরো টাকাও তুলে নিতে পারেন, কিংবা কিছু অংশ তুলতে পারেন। এই বিকল্প বেছে নেওয়ার সুবিধে দেওয়া হয়েছে গ্রাহকদের।
পোস্ট অফিসের অ্যাকাউন্টেও টাকা পাঠানো যাবে
যে সমস্ত ব্যক্তি বিদেশ থেকে টাকা পাঠানোর কথা ভাবছেন, তারা এই প্রকল্পের মাধ্যমে চাইলে প্রাপকের পোস্ট অফিস অ্যাকাউন্টেও টাকা পাঠাতে পারেন। এটি একটি সম্পূর্ণ পেপারলেস প্রক্রিয়া। বায়োমেট্রিকের মাধ্যমেই এই টাকা লেনদেন করা সম্ভব। এই পরিষেবা পাওয়ার জন্য আপনাকে কোথাও যেতেও হবে না, বাড়ি বসে পোস্টম্যানের মাধ্যমে এই পরিষেবা পাবেন আপনি। এমনকী এর জন্য আপনাকে কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না।
আরও পড়ুন: Petrol Diesel price Hike: তিন সপ্তাহে ১০ শতাংশ বৃদ্ধি, শীঘ্রই দাম বাড়বে পেট্রোল-ডিজেলের ?