Stock Market Closing: পতন কাটিয়ে ফের দৌড় শুরু বাজারে, ট্রাম্পের কর-হুমকি সত্ত্বেও আজ বাজারে মুনাফা এই ৫ কারণে
Stock Market: আজ এশিয়ার বাজারে বেশ তেজিভাব লক্ষ্য করা গিয়েছে। ইন্দোনেশিয়ার বাজার সূচক আজ ৩ শতাংশ বেড়েছে। আজকের বাজারে সবথেকে বেশি মুনাফা এসেছে আইটি শেয়ারগুলিতে।

Share Market Today: আজ বুধবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে আগামী ১ এপ্রিল থেকে ভারত সহ অন্য বেশ কিছু দেশের উপর কর আরোপ (Stock Market Closing) করতে চলেছেন তিনি। বাজার খোলার আগেই এই খবর এসেছিল, কিন্তু অনেকেই ভেবেছিলেন যে আজও বাজারে (Stock Market Today) পতন আসবে। তবে সকলের সমস্ত মনের ধোঁয়াশা কাটিয়ে আজ ঘুরে দাঁড়িয়েছে বাজার। ট্রাম্পের কর হুমকিকে পাত্তা না দিয়েই বাজারে আজ তেজিভাব লক্ষ্য করা গিয়েছে।
টানা পতনের পরে বুধবার দেশীয় শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হয়েছে। সকাল ১১টা ৫০ নাগাদ সেনসেক্স ৮৪১.০৫ পয়েন্ট বেড়ে ৭৩,৮৩১-এর স্তরে উঠে আসে সূচক। আর অন্যদিকে নিফটি ৫০ সূচক ২৮৬.৭৬ পয়েন্ট বেড়ে বন্ধ হয় ২২,৩৬৯-এর স্তরে। মূলত আজকের বাজারে আইটি, মেটাল এবং অটোমোবাইল স্টকগুলিতেই সবথেকে বেশি তেজিভাব দেখা গিয়েছে। তবে পতন কাটিয়ে যে বাজার ফের গতি নিয়েছে তা নিয়ে বাজার বিশেষজ্ঞরা এখনও নিশ্চিন্তির কিছু দেখছেন না। বাণিজ্যিক যুদ্ধ চলছে আন্তর্জাতিক স্তরে আর এর প্রভাব ফের পড়তে পারে দেশের বাজারে।
আইটি শেয়ারে দারুণ রিকভারি
আজকের বাজারে সবথেকে বেশি মুনাফা এসেছে আইটি শেয়ারগুলিতে। কোফর্জের শেয়ারের দাম বেড়ে গিয়েছে ১০ শতাংশ। এছাড়া ইনফোসিস এবং পারসিস্ট্যান্ট সিস্টেমসের শেয়ারগুলিও বেড়েছে অনেকাংশেই। আইটি সূচকটি ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা গত ১০টি সেশনে ৮ শতাংশেরও বেশি পড়ে গিয়েছিল।
এশিয়ার বাজারে উন্নতি দেখা গিয়েছে
আজ এশিয়ার বাজারে বেশ তেজিভাব লক্ষ্য করা গিয়েছে। মার্কিন বাণিজ্য সচিব জিনা রাইমন্ডোর বিবৃতি বাজার সমর্থন করেছে। তিনি জানিয়েছেন যে মেক্সিকো ও কানাডার উপরে আরোপ করা বেশ কিছু শুল্ক প্রত্যাহার করা হতে পারে। আর এই বিবৃতির কারণেই এশিয়ার বাজারে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। ইন্দোনেশিয়ার বাজার সূচক আজ ৩ শতাংশ বেড়েছে। মালয়েশিয়ার রিঙ্গিত এবং দক্ষিণ কোরিয়ার ওয়ান মুদ্রাও অনেক শক্তিশালী হয়েছে।
সার্ভিস সেক্টরেও দারুণ গতি
ফেব্রুয়ারি মাসে ভারতের সার্ভিস সেক্টরে দারুণ ফলাফল এসেছে। পিএমআই সূচক বৃদ্ধি পেয়েছে যা জানুয়ারি মাসে ৫৬.৫-এর স্তরে ছিল তা বেড়ে হয়েছে ৫৯.০। রফতানির অর্ডার বেড়ে যাওয়া এর অন্যতম কারণ।
নিফটি ৫০-র স্টকগুলির মধ্যে আজকের টপ গেনার্স ছিল আদানি পোর্টস, টাটা স্টিল, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, আদানি এন্টারপ্রাইজ। তবে বেশ কিছু স্টকে আজ পতনও এসেছে যার মধ্যে রয়েছে বাজাজ ফিনান্স, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক।






















