IndusInd Bank: ১৯৬০ কোটির লোকসানের পরে নতুন সিইও এই ব্যাঙ্কে, ৬ মাসে ২৩ শতাংশ ধসের পরে ফের লাফ দেবে স্টক ?
IndusInd Bank Share Price: এক্সচেঞ্জ ফাইলিংয়ে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক জানিয়েছে আগামী ২৫ অগাস্ট ২০২৫ থেকে ২০২৮ সালের ২৪ অগাস্ট পর্যন্ত সিইও এবং এমডি পদে নিযুক্ত থাকবেন রাজীব আনন্দ।

IndusInd Bank Share Price: ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারে এবার নজর বিনিয়োগকারীদের। গতকাল সোমবার রাতেই বড় সিদ্ধান্ত নিয়েছে এই ব্যাঙ্ক। অ্যাক্সিস ব্যাঙ্কের ডেপুটি এমডি রাজীব আনন্দকে এবার ইন্ডাসইন্ড ব্যাঙ্ক আগামী ৩ বছরের জন্য ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসেবে নির্বাচিত করেছে। আর এই কারণেই আজ এই ব্যাঙ্কের শেয়ারের দাম সকালে ব্যাপক লাফ দেয়, তবে ফের ধস নেমেছে এই শেয়ারে। এক্সচেঞ্জ ফাইলিংয়ে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক জানিয়েছে আগামী ২৫ অগাস্ট ২০২৫ থেকে ২০২৮ সালের ২৪ অগাস্ট পর্যন্ত সিইও এবং এমডি পদে নিযুক্ত থাকবেন রাজীব আনন্দ। এর আগে অ্যাক্সিস ব্যাঙ্কে রাজীব আনন্দ হোলসেল ব্যাঙ্কিং বিজনেস এবং ডিজিটাল অ্যাজেন্ডা দেখাশোনা করতেন।
কেন প্রয়োজন ছিল এই নিয়োগের
এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ এই বছরই এপ্রিল মাসে সুমন্ত কাঠপলিয়া পদত্যাগ করেছেন সিইও পদ থেকে। আর তারপর থেকে ইন্ডাসইন্ড ব্যাঙ্কে কোনও সিইও এবং এমডি ছিল না। ডেরিভেটিভ পোর্টফোলিও অ্যাকাউন্টিং সমস্যার নৈতিক দায়িত্ব গ্রহনের সময় সুমন্ত কাঠপলিয়া এই ঘোষণা করেছিলেন যার কারণে এই ব্যাঙ্কের স্টকের দামে ব্যাপক পতন নেমে এসেছিল। তবে সেই স্তর থেকে এখন এই স্টকের দাম পুনরুদ্ধার হয়েছে। ব্যাঙ্কের অভ্যন্তরে ডেরিভেটিভ লেনদেনের ভুল হিসেব রাখার কারণে ব্যাঙ্কটি ১৯৬০ কোটি টাকার বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি মার্চ ত্রৈমাসিকে ২৩২৮.৮৭ কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। যা গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মত ঘটেছে।
এই সময়ের মধ্যে কে পরিচালনা করছিলেন সিইওর দায়িত্ব
সুমন্ত কাঠপলিয়ার পদত্যাগের পরে ব্যাঙ্কের কাজ উর্ধ্বতন কর্মকর্তাদের একটি কমিটি দ্বারা পরিচালিত হচ্ছিল, যার মধ্যে ছিলেন কনজিউমার ব্যাঙ্কিং প্রধান সৌমিত্র সেন, আর প্রধান প্রশাসনিক কর্মকর্তা অনিল রাও। অন্যদিকে রাজীব আনন্দ ৩ অগাস্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে অবসর নিয়েছেন, এখন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক থেকে অনুমোদন পাওয়ার পরে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের সিইও এবং এমডি পদে রাজীব আনন্দের নিয়োগের সবুজ সঙ্কেত পাওয়া গিয়েছে।
ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ার
গতকাল সোমবার ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের দাম ২.৫ শতাংশ বেড়ে ৮০৩ টাকায় বন্ধ হয়েছিল। এই বছরের শুরুতে ডেরিভেটিভ অ্যাকাউন্টিং সমস্যার কারণে এই স্টক ৫২ সপ্তাহের সর্বনিম্ন ৬০৬ টাকায় নেমে এসেছিল। তারপরে গতকালের দাম ধরলে ৩৩ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম। গ্লোবাল ব্রোকারেজ ফার্ম জেফারিজ এই ব্যাঙ্কের শেয়ারের জন্য টার্গেট প্রাইস রেখেছে ৯২০ টাকা, আর এখনকার স্তর থেকে ১৭ শতাংশ মুনাফার সম্ভাবনা দেখিয়ে বাই রেটিং দিয়েছে ব্রোকারেজ হাউজ।






















