Infosys Hiring: টিসিএসে কর্মী ছাঁটাইয়ের আবহে বড় সুখবর, এই আইটি সংস্থায় নিয়োগ হবে ২০ হাজার স্নাতক
Infosys Hiring Alert: এখনও পর্যন্ত আইটি মেজর এই সংস্থা বিভিন্ন স্তরে প্রায় ২ লক্ষ ৭৫ হাজার কর্মীকে এআই এবং ডিজিটাল দক্ষতায় প্রশিক্ষিত করেছে। ইনফোসিস সংস্থায় ২০ হাজার ফ্রেশার স্নাতক নিয়োগ করা হবে।

Hiring News: টিসিএস সংস্থায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা হয়েছে আর এই খবর নিয়ে তুমুল চর্চা চলছে আইটি কর্মীদের মধ্যে। এত বিপুল সংখ্যক ছাঁটাই নিকট ভবিষ্যতে হয়নি। আর এই আবহেই আরেকটি টেক জায়ান্ট কর্মী নিয়োগের ঘোষণা করে ঝড় তুলেছে সারা দেশে। ইনফোসিস সংস্থার বর্তমান সিইও সলিল পারেখ ঘোষণা করেছেন যে ইনফোসিস (Infosys Hiring) সংস্থায় ২০ হাজার ফ্রেশার স্নাতক নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ১৭ হাজার কর্মী নিয়োগ করা হয়েছে এই সংস্থায়, এবার আরও ২০ হাজার ফ্রেশার স্নাতক নিয়োগ (Job News) করতে চলেছে সংস্থা।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও কর্মী উন্নয়নের উপরে সংস্থার কৌশলগত মনোযোগ তুলে ধরে সলিল পারেখ বলেন, ইনফোসিস উভয়ক্ষেত্রেই বিনিয়োগ করে এগিয়ে রয়েছে। এখনও পর্যন্ত আইটি মেজর এই সংস্থা বিভিন্ন স্তরে প্রায় ২ লক্ষ ৭৫ হাজার কর্মীকে এআই এবং ডিজিটাল দক্ষতায় প্রশিক্ষিত করেছে। ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী টাটা কনসাল্ট্যান্সি সার্ভিসেস ১২ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছে, আর এরপরেই এই সিদ্ধান্ত জানিয়েছে ইনফোসিস। এই অর্থবর্ষে এখনও পর্যন্ত কোনও ভারতীয় আইটি সংস্থা এত বিপুল পরিমাণে কর্মী ছাঁটাই করেনি।
তবে ন্যাসকম সম্প্রতি জানিয়েছে যে অদূর ভবিষ্যতে এই আইটি খাতে কর্মী নিয়োগ আরও শক্তপোক্ত হতে পারে। পণ্যভিত্তিক ডেলিভারি মডেলের দিকে ক্রমে ঝুঁকে পড়বে আইটি দুনিয়া, গতি ও উদ্ভাবনের জন্য আন্তর্জাতিক ক্লায়েন্টদের তৎপরতা ও বর্ধিত চাহিদার কথা মাথায় রেখে এই বদল আসতে চলেছে। ব্যবসায়িক মডেল গঠনে এআই-এর ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে সলিল পারেখ বলেন, ‘এআই আরও গভীর অটোমেশন, অন্তর্দৃষ্টি প্রদান করে। তবে এর জন্য উচ্চ স্তরের দক্ষতা, আরও প্রচেষ্টা দরকার। তিনি জানান যে ইনফোসিস তার কর্মীদের সম্প্রসারণ অব্যাহত রেখেছে যা প্রতিভা ও প্রযুক্তির প্রতি তাদের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিকে তুলে ধরে।
অটোমেশনের ক্ষেত্রে সলিল পারেখের মতে এআইয়ের কারণে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে উৎপাদনশীলতা ৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৫ শতাংশ। তবে জটিল সিস্টেমে মানুষের তৎপরতার উপরে গুরুত্ব দিয়েছেন তিনি।
সম্প্রতি টিসিএস সংস্থায় ১২ হাজার কর্মী ছাঁটাই ঘিরে চর্চা চলছে সারা দেশে। এরই মধ্যে জানা গিয়েছে ১২ হাজার কর্মীকে ছাঁটাইয়ের পরে অবশিষ্ট কর্মীদের বেতন বৃদ্ধিও স্থগিত করবে টিসিএস। আর এই পরিকল্পনা ঘিরে আইটি কর্মীদের মধ্যে বাড়ছে ক্ষোভ।






















