IPO Listing: এই আইপিওতে এল ১০৭ গুণ সাবস্ক্রিপশন, লিস্টিংয়ে বিপুল মুনাফার সুযোগ ?
Arcade Developers IPO : আর্কেড ডেভেলপারস সংস্থার আইপিওর মাধ্যমে বাজারে ছাড়া হয়েছিল ২ কোটি ৩৭ লক্ষ ৭৫ হাজার ৭১৯টি শেয়ার। বিনিয়োগকারীদের পছন্দের কারণে ২ কোটি ৫৪ লক্ষ ২৬ হাজার ২৮০টি সাবস্ক্রিপশন এসেছে।
Arcade Developers IPO: বিনিয়োগকারীদের থেকে বিপুল সাড়া পেয়েছে এই রিয়েল এস্টেট সংস্থা আর্কেড ডেভেলপারস আইপিও। বিডিংয়ের শেষ দিনে প্রাতিষ্ঠানিক ও অ-প্রাতিষ্ঠানিক খুচরো বিনিয়োগকারীদের থেকে ১০৭ গুণ সাবস্ক্রিপশন (Arcade Developers IPO) এসেছে এই আইপিওতে। আইপিওর মাধ্যমে ৪১০ কোটি টাকা বাজার (IPO Alert) থেকে সংগ্রহ করতে চায় এই সংস্থা। আর্কেড ডেভেলপারের আইপিও এখন গ্রে মার্কেটে ৪৬.৮৮ শতাংশ প্রিমিয়ামে ট্রেড করছে।
১০৬.৮৩ গুণ সাবস্ক্রিপশন এসেছে এই আইপিওতে
আর্কেড ডেভেলপারস সংস্থার এই আইপিওর মাধ্যমে বাজারে ছাড়া হয়েছিল ২ কোটি ৩৭ লক্ষ ৭৫ হাজার ৭১৯টি শেয়ার। আর বিনিয়োগকারীদের পছন্দের কারণে ২ কোটি ৫৪ লক্ষ ২৬ হাজার ২৮০টি সাবস্ক্রিপশন এসেছে এই আইপিওতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য এই আইপিওতে সংরক্ষিত ছিল ৬৭ লক্ষ ৪৩ হাজার ৮০০ শেয়ার আর এর জন্য বিডিং জমা পড়েছে ১ কোটি ১০ লক্ষ ৩০ হাজার ৪০০ টি। এই ক্যাটাগরিতে আইপিওটি ১৬৩.১৬ গুণ সাবস্ক্রাইব হয়েছে। অন্যদিকে খুচরো বিনিয়োগকারীদের জন্য যেখানে সংরক্ষিত ছিল ১ কোটি ১৮ লক্ষ ১৬৪৫টি শেয়ার, সেখানে বিডিং জমা পড়েছে ৬০ কোটি ৬৪ লক্ষ ৮৪ হাজার ১০টি। অর্থাৎ খুচরো বিনিয়োগকারীদের পক্ষ থেকে ৫১.৩৯ গুণ সাবস্ক্রিপশন এসেছে।
২৪ সেপ্টেম্বর হবে এই আইপিওর লিস্টিং
আর্কেড ডেভেলপারস আইপিওর প্রাইসব্যান্ড সেট করা ছিল ১২১ টাকা থেকে ১২৮ টাকার মধ্যে। আইপিওর এক লটে ছিল ১১০টি শেয়ার। ২০ সেপ্টেম্বর আজ শুক্রবার কী হিসেবে অ্যালটমেন্ট দেওয়া হবে তা সিদ্ধান্ত নেওয়া হবে। ২৩ সেপ্টেম্বর দেওয়া হবে রিফান্ড। একইদিনে বিনিয়োগকারীদের ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার ট্রান্সফার করা হবে। আর এই আইপিওর লিস্টিং হবে আগামী ২৪ সেপ্টেম্বর।
৪৬ শতাংশেরও বেশি চলছে জিএমপি
১৯ সেপ্টেম্বর আর্কেড ডেভেলপারস আইপিওর দাম গ্রে মার্কেটে খানিক কমে নেমে আসে ৬০ টাকায় অর্থাৎ ৪৬.৮৮ শতাংশে। ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এই আইপিওর জিএমপি ছিল ৮৫ টাকায় অর্থাৎ ৬৬.৪১ শতাংশ মুনাফা পেতেন বিনিয়োগকারীরা। এখনকার জিএমপি অনুসারে ধারণা করা যাচ্ছে যে এই শেয়ার বাজারে লিস্টিং হবে ১৮৮ টাকায়।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Vodafone Recharge Plan: এই দুটি প্ল্যানের মেয়াদ কমাল ভোডাফোন, টান পড়বে পকেটে ?