IRCTC: শুধু জলের বোতল বিক্রি করেই রেকর্ড আয় IRCTC-র ! ২০২৫-এ কত কোটি আয় হল জানেন ?
IRCTC Q4 Results: সম্প্রতি চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে আইআরসিটিসি। আর এই ফলাফলেই বলা হয়েছে যে সংস্থার নেট মুনাফা আগের বছরের থেকে বেড়ে হয়েছে ৩৫৮ কোটি টাকা।

IRCTC Q4 Results: ট্রেনে সফর করার সময় অনেকেই আমরা স্টেশন থেকে ১৫ টাকার বিনিময়ে এক লিটারের জলের বোতল কিনি যা আইআরসিটিসির পণ্যের মধ্যে পড়ে। প্রতিদিন লক্ষ লক্ষ লোক এই রেল নীরের জলের বোতল (Rail Neer) কেনেন। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের পক্ষ থেকে এই জলের বোতল (IRCTC Q4 Results) সরবরাহ করা হয়ে থাকে। জলের বোতল বিক্রির জন্য বহু মানুষের চাকরি হয়েছে। কিন্তু আপনি কি জানেন শুধু এই জলের বোতল বিক্রি করেই আইআরসিটিসি কত টাকা রোজগার করে এক বছরে ?
মুনাফা বেড়েছে আইআরসিটিসির
সম্প্রতি চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে আইআরসিটিসি। আর এই ফলাফলেই বলা হয়েছে যে সংস্থার নেট মুনাফা আগের বছরের ২৮৪ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৩৫৮ কোটি টাকা। আইআরসিটিসির অপারেশন থেকে মুনাফা ১০ শতাংশ বেড়ে হয়েছে ১২৬৯ কোটি টাকা যা আগের অর্থবর্ষে একই ত্রৈমাসিকে ছিল ১১৫২ কোটি টাকা। কোন ব্যবসা থেকে কত টাকা আয় করেছে আইআরসিটিসি ?
রেল নীর
রেল নীর অর্থাৎ জলের বোতলের ব্যবসা থেকেই শুধুমাত্র ২০২৫-এর চতুর্থ ত্রৈমাসিকে ৯৬ কোটি টাকা মুনাফা করেছে আইআরসিটিসি। গত বছর অক্টোবর থেকে ডিসেম্বর মাসেও এই ৯৬ কোটি টাকাই মুনাফা করেছিল এই সংস্থা রেল নীরের ব্যবসা থেকে। তবে আগের অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে রেল নীর থেকে মুনাফা হয়েছিল ৮৪ কোটি টাকা।
ক্যাটারিং
আইআরসিটিসির ক্যাটারিং সার্ভিসের মাধ্যমে ২০২৫ সালের চতুর্থ ত্রৈমাসিকে মুনাফা হয়েছে ৫২৯ কোটি টাকা, এই অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে এই আয় হয়েছিল ৫৫৫ কোটি টাকা। ২০২৪ অর্থবর্ষে চতুর্থ ত্রৈমাসিকে আইআরসিটিসির মুনাফা হয়েছিল ৫৩১ কোটি টাকা।
ইন্টারনেট টিকিটিং
ইন্টারনেট টিকিটিং সিস্টেমের দরুণ চতুর্থ ত্রৈমাসিকে আইআরসিটিসির আয় হয়েছে ৩৭২ কোটি টাকা। এর আগের ত্রৈমাসিকেই আয় হয়েছিল ৩৫৪ কোটি টাকা। তবে আগের অর্থবর্ষে শুধু চতুর্থ ত্রৈমাসিকেই সংস্থার মুনাফা হয়েছিল ২৩৪২ কোটি টাকার।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















