Jio Plans: ৫০০ টাকার কমে জিও দিচ্ছে এই ১৩টি প্ল্যান, জেনে নিন কোনটি সেরা ?
Prepaid Plans: কম টাকার মধ্যে ভাল রিচার্জ প্ল্যান দেখতে চাইলে রিলায়েন্স জিও দিচ্ছে অনেক অফার।
Prepaid Plans: কম টাকার মধ্যে ভাল রিচার্জ প্ল্যান দেখতে চাইলে রিলায়েন্স জিও দিচ্ছে অনেক অফার। ৫০০ টাকার কমে এখানে আপানি পাবেন আনলিমিটেড কলিং, ডেটা ছাড়াও আরও অনেক সুবিধা। কোম্পানি এই দামের মধ্যে ১৩টি ভিন্ন প্ল্যান অফার করে, যেখান থেকে আপনি নিজের জন্য সেরাটি বেছে নিতে পারেন। এখানে প্রতিটি প্ল্যানের নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এর সঙ্গে আপনি Jio অ্যাপের সাবস্ক্রিপশনও পাবেন।
Reliance Jio: এই ১৩ প্ল্যান দিচ্ছে জিও
Reliance Jio-র 119 টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকরা 14 দিনের জন্য Jio অ্যাপের সাবস্ক্রিপশন সহ 1.5GB দৈনিক ডেটা, 100 এসএমএস ও আনলিমিটেড কলিং পাবেন। একইভাবে, 149 টাকার প্ল্যানে কোম্পানি প্রতিদিন 1GB ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 এসএমএস ও 20 দিনের বৈধতার সঙ্গে Jio অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন।
Reliance Jio-র 179 টাকার প্ল্যানে, কোম্পানি আপনাকে প্রতিদিন 1GB ডেটা ও 100 SMS ও 24 দিনের জন্য আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেয়। একইভাবে, 199 টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1.5GB ডেটা, 100 এসএমএস ও 23 দিনের জন্য আনলিমিটেড কলিংয়ের সুবিধা দিচ্ছে। 209 টাকার প্রিপেইড প্ল্যানে কোম্পানি প্রতিদিন গ্রাহকদের 1GB ডেটা , 100 SMS দেয়। এর সঙ্গে এই প্ল্যানে আনলিমিটেড কলিংও পাওয়া যাচ্ছে। প্ল্যানটি 28 দিনের বৈধতার সঙ্গে পাওয়া যায়। পাশাপাশি 239 টাকার প্ল্যানে, কোম্পানি গ্রাহকদের 28 দিনের জন্য প্রতিদিন 1.5 জিবি ডেটা , 100 এসএমএস ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেয়।
249 টাকার প্ল্যানটি Jio-র ওয়েলকাম অফারের মধ্য়ে আসে, যা কোম্পানি 5G-র জন্য চালু করেছে। এতে আপনি 30 দিনের জন্য প্রতিদিন 2GB ডেটা, 100টি এসএমএস ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। 259 টাকার প্ল্যানে, কোম্পানি এক মাসের জন্য 1.5GB দৈনিক ডেটা, 100 এসএমএস ও সীমাহীন কলিংয়ের সুবিধা পাবেন। এই প্ল্যানে গ্রাহকরা 5G ইন্টারনেট উপভোগ করতে পারবেন। এর জন্য আপনি অবশ্যই ওয়েলকাম অফারের সুবিধা পাবেন।
Jio-র 296 টাকার প্ল্যানে কোম্পানি আপনাকে 30 দিনের জন্য 25GB ডেটা, আনলিমিটেড কলিং ও প্রতিদিন 100 এসএমএস অফার করে। 299 টাকার প্রিপেড প্ল্যানটি কোম্পানির সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্ল্যান। এতে কোম্পানি 28 দিনের জন্য প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কলিং ও 100 SMS দেয়।
349 টাকার প্ল্যানে গ্রাহকরা 2.5GB দৈনিক ডেটা, দৈনিক 100 এসএমএস ও 30 দিনের জন্য আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। 419 টাকার প্ল্যানে গ্রাহকরা 28 দিনের জন্য প্রতিদিন 3GB ডেটা, আনলিমিটেড কলিং ও 100টি SMS পান। যাদের বেশি ডেটা প্রয়োজন তাদের জন্য এই প্ল্যানটি ভাল। কোম্পানি 479 টাকার একটি প্ল্যানও অফার করে, যাতে প্রতিদিন 1.5GB ডেটা, আনলিমিটেড কলিং ও 100টি এসএমএস পাওয়া যায়। এই প্ল্যানের বৈধতা 56 দিন।
তবে কেবল রিলায়েন্স জিও নয়, BSNL, Vodaphone-Idea, Airtel ভারতীয় গ্রাহকদের জন্য সময়ে সময়ে নানা ধরনের অফার নিয়ে আসে। যা স্বাভাবিকভাবেই গ্রাহকদের পছন্দের তালিকায় থাকে।
আরও পড়ুন : 7th Pay Commission: করোনাকালের ১৮ মাসের ডিএ দেবে সরকার ? সংসদে এই জানালেন মন্ত্রী