Job Layoff: এবার কর্মী ছাঁটাই শুরু এই সংস্থায়, সঙ্কটে ৩৩ হাজার কর্মীর চাকরি
Mastercard Layoff: নিউ ইয়র্কের সংস্থা মাস্টারকার্ডে বিগত অর্থবর্ষের শেষে মোট ৩৩,৪০০ কর্মী কাজ করেন। যদি সংস্থা চায় ৩ শতাংশ ওয়ার্কফোর্স কমাবে, তাহলে এতজনের মধ্যে কাজ হারাতে পারেন মোট ১ হাজার জন কর্মী।
Mastercard Layoff: ২০২৩ সাল থেকে শুরু হয়েছে বিশ্বজুড়ে বিভিন্ন টেক সংস্থায় কর্মী ছাঁটাই (Layoff News) প্রক্রিয়া। এবার সেই তালিকায় নাম জড়াল মাস্টারকার্ড সংস্থার। বিশ্বজুড়ে এই সংস্থার মোট কর্মীদের ৩ শতাংশ কমানোর সিদ্ধান্ত (Mastercard Layoff) জানিয়েছে মাস্টারকার্ড সংস্থা। আর সংস্থার এই সিদ্ধান্তের কারণে চাকরি হারাতে পারেন প্রায় ১০০০ কর্মী।
লাভজনক ক্ষেত্রেই কর্মী নিয়োগ করবে সংস্থা
পেমেন্ট নেটওয়ার্ক মাস্টারকার্ড সংস্থা সম্প্রতি শনিবার দিনই জানিয়েছে যে সংস্থায় আভ্যন্তরীণভাবে বেশ কিছু বদল আসতে চলেছে। ব্যবসার সমৃদ্ধির পাশাপাশি নতুন নতুন সম্ভাবনার কথাও ভাবছে এই সংস্থা। আর এই কারণেই কর্মীসংখ্যা কমানো খুবই জরুরি হয়ে পড়েছে। সংস্থার পক্ষ থেকে জনৈক মুখপাত্র জানিয়েছেন যে তাদের কর্মীদের এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো (Mastercard Layoff) হতে পারে। যেখানে বেশি লোকের দরকার, সেখানেই বেশি কর্মীদের পাঠানো হবে বলে জানা গিয়েছে। মুখপাত্র এও জানিয়েছেন যে কর্মী ছাঁটাইয়ের এই প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বরের মধ্যেই সেরে ফেলা হবে।
৩৩,৪০০ কর্মীর চাকরি নিয়ে আশঙ্কা তুঙ্গে
নিউ ইয়র্কের এই সংস্থা মাস্টারকার্ডে বিগত অর্থবর্ষের শেষ পর্যন্ত মোট ৩৩,৪০০ কর্মী কাজ করেন। যদি সংস্থা চায় ৩ শতাংশ ওয়ার্কফোর্স কমাবে, তাহলে এতজনের মধ্যে কাজ হারাতে পারেন মোট ১ হাজার জন কর্মী। এর মধ্যে ৬৭ শতাংশ মানুষই আমেরিকার বাইরে কাজ (Mastercard Layoff) করেন। সংস্থার বার্ষিক প্রতিবেদন অনুসারে মোট ৮০টি দেশে নিজেদের ব্যবসা সম্প্রসারিত করেছে মাস্টারকার্ড। প্রতি বছর ৬ বিলিয়ন ডলার কর্মীদের বেতনের জন্য খরচ করে মাস্টারকার্ড।
ওয়াল স্ট্রিটের ধারণা থেকেও ভাল ফল করেছে ত্রৈমাসিকে
মাস্টারকার্ড সংস্থা সম্প্রতি এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। তাদের সেই ফলাফল অনুসারে, ওয়াল স্ট্রিটের ধারণার থেকেও অনেকাংশে ভাল ফল করেছে মাস্টারকার্ড। মোট অপারেটিং খরচ বেড়েছে ১২ শতাংশ। একজন অ্যানালিস্টের সঙ্গে আলোচনার সময় সংস্থা জানিয়েছে যে, এই তৃতীয় ত্রৈমাসিকের সময় সংস্থা ১৯০ মিলিয়ন ডলারের একটি রিস্ট্রাকচারিং চার্জ পেতে চলেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Ladki Bahin Yojona: মাসে ১৫০০ টাকা করে পাবেন টানা ৫ বছর, ১.৫ কোটি মহিলার জন্য বড় ঘোষণা এই রাজ্যে