Job News: দোরগোড়ায় উৎসব, তার আগে লাফিয়ে বাড়ল কাজের সুযোগ! কোন ক্ষেত্রে চাকরি?
Hiring News: গতবছরের তুলনায় এই বছর উৎসবের মরসুমের কাজের সুযোগ ২০ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। কোন রিপোর্টে রয়েছে এই ইঙ্গিত?
কলকাতা: আসছে উৎসব। এই সময়ে নানা ক্ষেত্রে কাজের সুযোগ বৃদ্ধি পায়। এবারও তার অন্যথা হয়নি। IANS-এর প্রতিবেদন সূত্রের খবর, উৎসবের আবহেই বাড়ছে মরসুমি কাজের সুযোগ। শুধুমাত্র মেট্রো শহরগুলিই নয়। টিয়ার ২ এবং টিয়ার ৩ শহরগুলির ক্ষেত্রেও এই ছবি দেখা গিয়েছে।
IANS প্রতিবেদন সূত্রের খবর, চাকরি সংক্রান্ত প্ল্যাটফর্ম Indeed- থেকে প্রাপ্ত তথ্য সূত্রে জানা যাচ্ছে, গতবছরের তুলনায় এই বছর উৎসবের মরসুমের কাজের সুযোগ ২০ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি ও কলকাতার মতো শহরে এই মরসুমি কাজের সুযোগ গত বছরের তুলনায় ১৮-২০ শতাংশ বেশি।
অন্যদিকে টিয়ার ২ ও টিয়ার ৩ শহর যেমন নাগপুর, জয়পুর, ভাদোদরা, কোচি, ভাইজাগ, মাদুরাই, লখনউ, গুরুগাঁও, চন্ডীগড়, ইনদওর, কোয়ম্ূত্তূর, সুরাত, ভুবনেশ্বর এবং ভোপালে মেট্রো শহরগুলির থেকেও কাজের সুযোগ বেশি পাওয়া যায়। যা ২২-২৫ শতাংশ বেশি।
Indeed India-এর সেলস হেড শশী কুমার জানিয়েছেন, টিয়ার ২ ও টিয়ার ৩ শহরে মরসুমি কাজের সুযোগ বৃদ্ধির অর্থ এসব শহরে আরও সুযোগ তৈরি হচ্ছে। ই-কমার্স, লজিস্টিকস-এর মতো ক্ষেত্রে কাজের সুযোগ বাড়ছে। তাঁর মতে, টিয়ার ২ ও টিয়ার ৩ শহরে অর্থনৈতিক উন্নতির কারণেই খরচ করার মতো টাকা হাতে থাকছে ক্রেতাদের, সেই কারণেই বিক্রিও বাড়ছে। এর সঙ্গেই সেই রিপোর্ট বলছে, সহজলভ্য ইন্টারনেট এবং ডিজিটাল সুবিধার কারণে ই-কমার্স, রিটেল এবং লজিস্টিকস সংস্থাগুলিতে কাজের সুযোগ বাড়ছে। উৎসবের আবহে হঠাৎ চাহিদা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে কাজের সুযোগও বেড়েছে।
কোন কোন ক্ষেত্রে কাজের সুযোগ বাড়ছে?
রিপোর্ট অনুযায়ী, ডেলিভারি এক্সিকিউটিভ, ওয়ারহাউস ওয়ার্কার, লজিস্টিকস কো-অর্ডিনেটর, ইন-স্টোর সেলস এক্সিকিউটিভ এবং কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ- এই পাঁচটি ক্ষেত্রে কাজের সুযোগ বাড়ছে এই উৎসবের মরসুমে। এর মধ্যে সবচেয়ে বেশি সুযোগ বেড়েছে ই-কমার্স ক্ষেত্রে। অনলাইন শপিং বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়েই উৎসবের মরসুমে বেড়েছে কাজের সুযোগ। এরপরেই রয়েছে লজিস্টিকস ক্ষেত্র। পরিবহন, ওয়ারহাউস এবং ডেলিভারির জন্য কর্মীর প্রয়োজন মেটাতে এই ক্ষেত্রেও উৎসবের মরসুমে কাজের সুযোগ বেড়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: R G Kar News: স্বাস্থ্য ব্যবস্থায় বদল আনার লক্ষ্য, IMA সম্মেলনে ক্ষোভ উগরে দিলেন চিকিৎসকরা