RG Kar:'আন্দোলনকারী চিকিৎসক বিজ্ঞাপনের মডেল হয়ে যাচ্ছেন..', নাম না করে কিঞ্জল নন্দকে আক্রমণ রাজ্যের
ABP Ananda Live: নাম না করে চিকিৎসক কিঞ্জল নন্দকে আক্রমণ রাজ্যের। 'আন্দোলনকারী চিকিৎসক বিজ্ঞাপনের মডেল হয়ে যাচ্ছেন, সিনেমা বেরোচ্ছে, অভিনেতা-চিকিৎসক'। 'নিজেদের প্রচার করা ছাড়া আর কোনও উদ্দেশ্য নেই', সওয়াল রাজ্যের। আদালতের শর্ত কৌশলে অমান্য করছে চিকিৎসক সংগঠন, দাবি রাজ্যের। উস্কানিমূলক বক্তব্যের পরিবর্তে উস্কানিমূলক পোস্টার লেখা হয়েছে, দাবি রাজ্যের। গার্ড রেলের বাইরে গ্রাফিটি তৈরি করে বিক্ষোভের এলাকা বাড়ানো হয়েছে, গাড়ি আটকানো হয়েছে, দাবি রাজ্যের।
আরও খবর, রাজ্য়জুড়ে বিজেপির সদস্য় সংগ্রহ অভিযানের টার্গেট পূরণ করতে কালঘাম বঙ্গ বিজেপির। বাঁকুড়ায় বিজেপির সদস্য় সংগ্রহ করলে পুরস্কার মেলার বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বাঁকুড়ায় বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার তরফে। চলতি মাসের ৩০ তারিখের মধ্য়ে ১৫০ জন বিজেপির সদস্য সংগ্রহ করলে একটি মোদি জ্য়াকেট। ৭৫ জন সদস্য় সংগ্রহ করতে পারলে মিলবে ১০০ টাকা। বাঁকুড়ায় বিজেপির বিজ্ঞপ্তি ঘিরে জোর বিতর্ক।