Kolkata Metro Smart Card : দাম কমল কলকাতা মেট্রোর স্মার্ট কার্ডের, মেয়াদ বাড়ল ১০ বছর পর্যন্ত
Kolkata Metro : আগের থেকে দাম কমল এই কার্ডের। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ২৫ সেপ্টেম্বর থেকে যাত্রীরা পাবেন এই সুবিধা।

Kolkata Metro : এবার সস্তা হচ্ছে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড (Kolkata Metro Smart Card)। আগের থেকে দাম কমল এই কার্ডের। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ২৫ সেপ্টেম্বর থেকে যাত্রীরা পাবেন এই সুবিধা। জেনে নিন, কত কমানো হয়েছে দাম। আপনি পাবেন কী সুবিধা ?
৫ লক্ষ যাত্রীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত
এখন থেকে কলকাতা মেট্রো ১০ বছরের মেয়াদ সহ সস্তা স্মার্ট কার্ড অফার করতে চলেছে। বলা যেতে পারে, কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত, প্রতিদিন প্রায় ৫ লক্ষ শহরের যাত্রীদের জন্য টিকিট কাটার নিয়মে একটি উল্লেখযোগ্য উন্নতি।
কত টাকা সস্তা হচ্ছে এই স্মার্ট কার্ড
মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ বুধবার নিশ্চিত করেছে যে, স্মার্ট কার্ডের জন্য ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট এখন ৮০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হবে। সর্বনিম্ন ইস্যু মূল্য ১৫০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হচ্ছে।
কত টাকার সুবিধা পাবেন আপনি
মনে রাখবেন, এই সংশোধিত পরিমাণে ৫০ টাকা জমা ও ৫২ টাকা রাইড ভ্যালু জুড়ে রয়েছে। তবে সবচেয়ে বড় পরিবর্তন হল এই নতুন কার্ডের মেয়াদ। নতুন ইস্যু করা কার্ডগুলি কেবল ১০ বছর বৈধ বলে বিবেচিত হবে। অন্যদিকে বর্তমান বৈধ কার্ডগুলিও রিচার্জের পরে ১০ বছরের মেয়াদে বাড়ানো হবে।
কবে থেকে ধরা হবে কার্ড শুরুর দিন
মূলত, রোজকার অফিসগামী ও মাঝেমধ্যে আসা দর্শনার্থীদের সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্মার্ট কার্ডের মেয়াদ এখন AFC (অটোমেটিক ফেয়ার কালেকশন) বা PC (প্যাসেঞ্জার কন্ট্রোল) গেটে প্রথম সোয়াইপ থেকে শুরু ধরা হবে, ইস্যুর তারিখ থেকে নয়। এই ক্ষেত্রে রিচার্জের ওপর ৫ শতাংশ বোনাস অব্যাহত থাকবে, যা যাত্রীদের প্রতিবার রিচার্জ করার সময় আরও বেশি মূল্য দেবে।
কীভাবে পাবেন এই সুবিধা
কলকাতা মেট্রোর পরিসংখ্যান বলছে, চলতি মাসে ইতিমধ্যেই ৫০,০০০ এরও বেশি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে। মেট্রোর আধিকারিকরা আশা করছেন, নতুন নিয়ম চালু হওয়ার পরে এই সংখ্যা আরও বাড়বে। বুকিং কাউন্টার ASCRM মেশিনে অথবা Aamar Metro কলকাতা অ্যাপের মাধ্যমে অনলাইনে এই কার্ড কেনা ও রিচার্জ করা যাবে।
মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের বুকিং কাউন্টারে ভিড় এড়াতে স্মার্ট কার্ড গ্রহণের আহ্বান জানিয়েছে। বিশেষ করে উৎসবের সময় এই আহ্বান করেচে মেট্রো কর্তৃপক্ষ। সাধারণ ভ্রমণকারীরা দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য কার্ড ধরে রাখতে পারেন। অন্যদিকে স্বল্পমেয়াদী দর্শনার্থীরা তাদের ভ্রমণ শেষ করার পরে জমার টাকা ফেরতের জন্য দাবি করতে পারেন।






















