Range Rover Sport: আরও ফিচার, আরও প্রযুক্তি, আসছে রেঞ্জ রোভার স্পোর্টস
Land Rover: আগামী বছরে ভারতে লঞ্চ হবে রেঞ্জ রোভার স্পোর্টস। প্রথমে শুধু ডিজেল ও পেট্রোল ইঞ্জিনের ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে নতুন রেঞ্জ রোভার স্পোর্টস।
নয়াদিল্লি: নতুন এসইউভি মডেল আনতে চলেছে ল্যান্ড রোভার (Land Rover)। প্রকাশ্যে আনা হয়েছে তারই লুক। নতুন মডেলের নাম হতে চলেছে রেঞ্জ রোভার (Range Rover) স্পোর্টস। ল্যান্ড রোভারের ফ্ল্যাগশিপ রেঞ্জ রোভারে চেয়ে এক সেগমেন্ট নীচে থাকবে এই গাড়িটি। সূত্রের খবর, ল্যান্ড রোভারের নতুন এই মডেল বৈদ্যুতিক হতে চলেছে। তবে তার সঙ্গেই হাইব্রিড ডিজেল এবং পেট্রোল ইঞ্জিনও থাকবে অপশনে। সূত্রের খবর, V8 পেট্রোল ( V8 petrol) ইঞ্জিনের অপশনও রাখছে গাড়ি প্রস্তুতকারক সংস্থা। আপাতত প্রথমে পেট্রোল ও ডিজেল ভ্যারিয়েন্টেই আসবে গাড়িটি। বড় রেঞ্জ রোভার যে প্ল্যাটফর্মে তৈরি হয়েছে, নতুন রেঞ্জ রোভার স্পোর্টসও একই প্ল্যাটফর্মে তৈরি হতে চলেছে।
নানা ফিচার:
মোটের উপর এক থাকলেও বদল আসছে বেশ কিছু সজ্জায়। হেডল্যাম্পের চেহারা বদলাচ্ছে। স্লিম হচ্ছে নতুন হেডল্যাম্প (slimmer headlamps)। থাকছে ফ্লাশ ডোর হ্যান্ডেল (Flush Door Handle). নতুন এই মডেলটিও লাক্সারি এসইউভি সেগমেন্টে পড়ছে। কিন্ত বড় রেঞ্জ রোভারের তুলনায় ডিজাইনে আরও বেশি চমক আার চেষ্টা হচ্ছে। নতুন রেঞ্জ রোভার স্পোর্টসে রয়েছে এয়ার সাসপেনসন (air suspension )। থাকছে ৪৮ ভোল্টের ইলেকট্রনিক অ্যাকটিভ রোল কন্ট্রোল (48-volt electronic active roll control) সিস্টেম। চারটি চাকাতেই স্টিয়ারিং কন্ট্রোল থাকবে নতুন এই গাড়ির। অটোমেটিক গিয়ার বক্স থাকছে। এইট স্পিড (8 speed) ZF অটোমেটিক ট্রান্সমিশন (automatic transmission) থাকছে গাড়িতে। অল হুইল ড্রাইভ অপশন থাকায় অফরোডিংয়ের ক্ষেত্রেও আদর্শ এই গাড়ি।
অন্দরসজ্জাতেও চমক:
নতুন এসএইভিতে সফট ডোর থাকছে। থাকছে একাধিক ফিচারযুক্ত ফ্রন্ট সিট। থাকছে ভেন্টিলেটেড ইলেকট্রিক মেমোরি, মাসাজ ফাংশান। রয়েছে কেবিন এয়ার পিউরিফিকেশনের মতো ব্যবস্থা। অডিও সিস্টেমেও (29 speaker Meridian audio system) নজর দিয়েছে সংস্থা।
নতুন মডেলে কী কী ফিচার?
- ১৩.১ ইঞ্চির স্পেশাল কার্ভড টাচস্ক্রিন (curved touchscreen)।
- ১৩.৭ ইঞ্চির ড্রাইভার ডিসপ্লে।
- অ্যালেক্সার সুবিধা দেওয়া pivi pro ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকছে।
- থ্রিডি সারাউন্ডিং ক্যামেরা থাকছে।
- ফ্রন্ট এবং রিয়ার পার্কিং সেন্সর থাকবে।
- এছাড়াও থাকবে আরও আধুনিক ফিচার।
- বাড়ছে হুইলবেসের আয়তনও।
ভারতে কবে:
আগামী বছরে ভারতে লঞ্চ হবে রেঞ্জ রোভার স্পোর্টস। প্রথমে শুধু ডিজেল ও পেট্রোল ইঞ্জিনের ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে নতুন রেঞ্জ রোভার স্পোর্টস।
আরও পড়ুন: প্লে-স্টোরে কল রেকর্ডিং অ্যাপ নিষিদ্ধ করল গুগল, আপনার ফোনের কী হবে ?