Layoff News: এই ব্যাঙ্কে হবে বিপুল কর্মী ছাঁটাই, AI-এর জন্যই কাজ হারাতে পারেন ৪ হাজার কর্মী
Bank Job Cuts: আগামী ৩ বছরের মধ্যে ৪ হাজার কর্মী (Bank Jobs) কাজ হারাতে পারেন। গতকাল সোমবার এই ব্যাঙ্কের চিফ এক্সিকিউটিভ পীয়ূষ গুপ্তা এই বার্তা দিতেই আশঙ্কা চরমে ব্যাঙ্ককর্মীদের মধ্যে।

Bank Jobs: আন্তর্জাতিক স্তরের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাঙ্কে এবার হবে বিপুল কর্মী ছাঁটাই। ১০ শতাংশ কর্মীকে কাজ থেকে ছাঁটাই করার পরিকল্পনা নিয়েছে এই সংস্থা। এই ব্যাঙ্কের কাজকর্মে ধীরে ধীরে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বাড়ছে এবং এই কারণেই কর্মী ছাঁটাই (Layoff News) করতে চলেছে ব্যাঙ্ক। আগামী ৩ বছরের মধ্যে ৪ হাজার কর্মী (Bank Jobs) কাজ হারাতে পারেন। গতকাল সোমবার এই ব্যাঙ্কের চিফ এক্সিকিউটিভ পীয়ূষ গুপ্তা এই বার্তা দিতেই আশঙ্কা চরমে ব্যাঙ্ককর্মীদের মধ্যে।
ডিবিএস ব্যাঙ্কে হতে চলেছে এই কর্মী ছাঁটাই। সংস্থার চিফ এক্সিকিউটিভ জানিয়েছেন যে এর আগে যা যা নতুন প্রযুক্তি অবলম্বন করা হয়েছে তার থেকে একেবারেই আলাদা এই কৃত্রিম বুদ্ধিমত্তা। তিনি আরও নতুন কর্মসংস্থান তৈরির জন্য ভাবছেন, তার ১৫ বছরের কর্মজীবনে সিঙ্গাপুরের ব্যাঙ্ক শাখার জন্য আরও কর্মী নিয়োগের কথা ভাবছেন তিনি। ভারতীয় আইটি ইন্ডাস্ট্রির লবি গ্রুপ ন্যাসকমের একটি ইভেন্টে এসে তিনি বলেন, 'আমরা আগামী ৩ বছরে আমাদের কর্মীসংখ্যা ১০ শতাংশ কমাতে চলেছি অর্থাৎ ৪ হাজার কর্মী ছাঁটাই করা হবে'। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতাকে গুরুত্ব দিয়ে গুপ্তা বলেন, 'এআই খুবই শক্তিশালী এবং এটি নিজে নিজে সৃষ্টি করতে ও তা অনুকরণ করতে সক্ষম। গত ১০ বছরে এই ডিবিএস গ্রুপে কোনো কর্মী ছাঁটাই হয়নি'।
পীয়ূষ গুপ্তা স্মৃতিচারণ করে বলেন, '২০১৬-১৭ সালে এই ব্যাঙ্কে একটি ডিজিটাল রূপান্তরীকরণ হয়েছিল যার প্রভাবে ১৬০০ জন কর্মীর চাকরি চলে গিয়েছিল কিন্তু তা সত্ত্বেও তাদের সকলকেই ইউনিয়ন ও অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে পুনরায় কাজে নেওয়া হয়েছিল। তবে এখন এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কীভাবে ওয়ার্কফোর্স সাজানো দরকার তা নিয়ে বিস্তর পরিকল্পনা করার আছে।' পরে আরেকটি বিবৃতি জারি করে ডিবিএস ব্যাঙ্কের তরফে পীয়ূষ গুপ্তা স্পষ্ট করে বলেন, 'আগামী ৩ বছরে যে ৪ হাজার কর্মীর ছাঁটাইয়ের কথা বলা হয়েছে তারা মূলত চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মী।'
কিছুদিন আগে মার্ক জুকেরবার্গের সংস্থা মেটাতেও কর্মী ছাঁটাই করা হয়েছিল। এবার ফের ছাঁটাইয়ের ঘোষণা করেছেন জুকেরবার্গ। সংস্থার ৫ শতাংশ কর্মীকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। কর্মীসংখ্যা কমাতে চাইছে মেটা। এই সপ্তাহেই কর্মী ছাঁটাই (Layoff News) প্রক্রিয়া কার্যকর হবে মেটাতে।
আরও পড়ুন: Salary Spending: বেতনের ৩৩ শতাংশই এই খাতে খরচ করেন ভারতীয়রা ! চাঞ্চল্যকর তথ্য এল রিপোর্টে






















