Salary Spending: বেতনের ৩৩ শতাংশই এই খাতে খরচ করেন ভারতীয়রা ! চাঞ্চল্যকর তথ্য এল রিপোর্টে
PWC Report: ভারতের ভোক্তাদের আচরণ, তাদের খরচের প্রকৃতি ইত্যাদি মূল্যায়ন করার জন্য ৩০ লাখেরও বেশি গ্রাহকের উপরে একটি সমীক্ষা চালানো হয়েছিল।

Salary Expenditure: পিডব্লিউসি ইন্ডিয়া তাদের একটি চমকপ্রদ রিপোর্ট প্রকাশ করেছে 'হাও ইন্ডিয়া স্পেন্ডস: এ ডিপ ডাইভ ইন কনজিউমার স্পেন্ডিং বিহেভিয়ার' নামে। আর এই রিপোর্টেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ভারতীয়রা তাদের বেতনের (Salary Spending) বা আয়ের ৩৩ শতাংশই একটি বিশেষ খাতে খরচ করছেন, জানা গিয়েছে। ভারতের বৃহত্তম বি২বি এসএএস ফিনটেক সংস্থা পারফিওসের সঙ্গে সহযোগিতায় পিডব্লিউসি ইন্ডিয়া ১৯ ফেব্রুয়ারি এই রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বিস্তারিতভাবে বলা হয়েছে মানুষ তাদের আয়ের কত অংশ কোথায় খরচ করে থাকে।
ভারতের ভোক্তাদের আচরণ, তাদের খরচের প্রকৃতি ইত্যাদি মূল্যায়ন করার জন্য ৩০ লাখেরও বেশি গ্রাহকের উপরে একটি সমীক্ষা চালানো হয়েছিল। মহানগর এবং টায়ার থ্রি শহরে বসবাসকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের বেতন ২০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত।
ইএমআইতে খরচ
এই সমীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে ভারতের বেশিরভাগ মানুষই তাদের আয়ের ৩৩ শতাংশই ইএমআই দিতে ব্যয় করে থাকেন। অর্থাৎ প্রাথমিক খরচ হল ঋণশোধ।
অত্যাবশ্যকীয় জিনিসে খরচ কত
খরচের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অত্যাবশ্যকীয় জিনিসে খরচ যার মধ্যে রয়েছে বাড়িভাড়া, বিদ্যুতের বিল। মানুষ তাদের আয়ের ৩৯ শতাংশই ব্যয় করে এই খাতে। আর আয়ের ৩২ শতাংশ ব্যয় করছে খাদ্যদ্রব্য, পেট্রোল ইত্যাদির কারণে এবং ২৯ শতাংশ নিজেদের জীবনযাপন, শখ, বিলাসিতার পিছনে খরচ করেন ভারতীয়রা।
জীবনযাত্রায় ব্যয়
ভারতে নিজেদের জীবনযাত্রার উপর, ফ্যাশন, পার্সোনাল কেয়ার, কেনাকাটা ইত্যাদির পিছনে মানুষ তাদের আয়ের ৬২ শতাংশ ব্যয় করে থাকেন।
খাদ্য ও পানীয়ে প্রচুর ব্যয়
বেতন বাড়লে মানুষের খরচও বাড়ে। আর তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাইরে খাওয়া-দাওয়া বা ঘরে বসে অনলাইনে অর্ডার করে খাওয়ার প্রবণতা। মানুষ তাদের আয়ের একটা বড় অংশ এই খাতেও খরচ করছে।
অনলাইন গেমিং-এ বাড়ছে ব্যয়
২০ হাজার টাকার কম আয় যে সমস্ত মানুষের তারা তাদের আয়ের ২২ শতাংশ খরচ করছেন অনলাইন গেমিংয়ের পিছনে। আয় বাড়ার সঙ্গে সঙ্গে অনলাইন গেমিংয়ে খরচও পাল্লা দিয়ে বাড়ছে তাদের। ৭৫ হাজার টাকার বেশি আয় যাদের তাদের মাত্র ১২ শতাংশ আয় খরচ হয় এই খাতে। একইসঙ্গে দেখা গিয়েছে নগদ পেমেন্টের বদলে ইউপিআই পেমেন্ট দ্রুত হারে বেড়ে গিয়েছে দেশে।
আরও পড়ুন: Upcoming IPO: বাজারে আইপিও আনতে চলেছে ফোনপে, বড় ঘোষণা সংস্থার; বিনিয়োগে লাভ হবে ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
