Loksabha Election: ভোটের মাঝেই ১৭০০০ কোটি তুলে নিল বিদেশি বিনিয়োগকারীরা, কী হবে শেয়ার বাজারে ?
Stock Market: বাজার কিছুদিন আগে পর্যন্ত খুবই উঁচু ভ্যালুতে ছিল আর সেইসঙ্গে অনিশ্চয়তার পারদও ছিল তুঙ্গে। ফলে এই অনিশ্চিত আবহে বাজার থেকে টাকা তুলে নিচ্ছে, প্রফিট বুক করছে বিদেশি বিনিয়োগকারীরা।
FPI in India: ভারত জুড়ে আজ সোমবার ১৩ মে চলছে চতুর্থ দফার লোকসভা নির্বাচন। আগামী ৪ জুন প্রকাশ্যে আসবে নির্বাচনের (Loksabha Election 2024) ফলাফল। আর এই লোকসভা নির্বাচনকে ঘিরে বেশ খানিকটা অনিশ্চয়তার মেঘ জমেছে বিদেশি বিনিয়োগকারীদের মনে। তাই ১০ মে-র মধ্যেই ধীরে ধীরে বাজার থেকে ১৭ হাজার কোটি টাকারও বেশি তুলে নিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা (FPI)। সাধারণভাবে বাজার (Stock Market) কিছুদিন আগে পর্যন্ত খুবই উঁচু ভ্যালুতে ছিল আর সেইসঙ্গে অনিশ্চয়তার পারদও ছিল তুঙ্গে। ফলে এই অনিশ্চিত আবহে বাজার থেকে টাকা তুলে নিচ্ছে, প্রফিট বুক করছে বিদেশি বিনিয়োগকারীরা।
গত মাস থেকেই চলছে FPI-দের সেল অফ
এপ্রিল মাসে মরিশাসের সঙ্গে ভারতের একটি কর চুক্তি স্বাক্ষরিত হয়, তার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ড ইল্ড বেড়ে যায়, আর এইসব কারণেই গত মাসে বাজার থেকে ৮৭০০ কোটি টাকা তুলে নিয়েছিল FPI-রা। তারপরেও এই টাকা তুলে নেওয়া চলেছে। মে মাসের প্রথম ১০ দিনের মধ্যেই বিপুল অঙ্কের টাকা তুলে নেয় বিদেশি বিনিয়োগকারীরা। এই বছর ফেব্রুয়ারি মাসে FPI-দের বিনিয়োগ ছিল ১৫৩৯ কোটি টাকা এবং মার্চে বিনিয়োগ এসেছিল ৩৫,০৯৮ কোটি টাকা। মনে করা হচ্ছে নির্বাচনের (Loksabha Election 2024) ফলাফল প্রকাশের পরে ফের বিনিয়োগ বাড়াবে FPI-রা।
নির্বাচনের দরুণ সতর্ক পদক্ষেপ FPI-দের
বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাচনের ফল না আসা পর্যন্ত সতর্কতা অবলম্বন করছে বিদেশি বিনিয়োগকারীরা। ফলাফল অনুকূলে গেলে, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে আবার বাজারে বিনিয়োগ বাড়াতে পারে তাঁরা। ডিপোজিটরিদের দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, ১০ মে-র মধ্যে ভারতের শেয়ার বাজার থেকে মোট ১৭,০৮৩ কোটি টাকা তুলে নিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা।
Debt ও Bond-এ বিনিয়োগ বাড়ছে
বাজার বিশেষজ্ঞরা বলছেন, বাজার থেকে শেয়ার বিক্রি করে টাকা তুলে নেওয়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরা বন্ড মার্কেট থেকেও ১৬০২ কোটি টাকা তুলে নিয়েছে। অনেকেরই ধারণা লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তা রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে। ২০২৪ সালের শুরু থেকেই জানুয়ারিতে ১৯৮৩৬ কোটি, ফেব্রুয়ারিতে ২২৪১৯ কোটি এবং মার্চ মাসে ১৩৬০২ কোটি টাকা বিনিয়োগ করেছিল বিদেশি বিনিয়োগকারীরা। ১৪৮৬০ কোটি টাকা শেয়ার বিক্রি করে তুলে নিলেও তাঁরা ফের ১৪৩০৭ কোটি টাকা ডেট বা বন্ড মার্কেটে বিনিয়োগ করেছে।
আরও পড়ুন: Tata Motors: চতুর্থ ত্রৈমাসিকে মুনাফা বাড়ল ৪৬ শতাংশ, শেয়ারপিছু ৬ টাকা ডিভিডেন্ড ঘোষণা এই সংস্থার