(Source: ECI/ABP News/ABP Majha)
Maldives: মুখ ফেরাচ্ছে ভারত ? এবার কি চিনের দিকে তাকিয়ে মলদ্বীপ
Maldives Tourism: ইতিমধ্যে প্রচুর ভারতীয় মলদ্বীপ ভ্রমণ বাতিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবমাননার বিরোধিতায়। এবার চিনের কাছে পর্যটক পাঠানোর সাহায্য চাইল মলদ্বীপ।
Maldives Tourism: মলদ্বীপ থেকে মুখ ফিরিয়েছে ভারতীয়রা। পর্যটনের ক্ষেত্রে এবার বিরাট সমস্যায় পড়েছে মলদ্বীপ (Maldives) সরকার। সেখানকার পর্যটকদের বেশিরভাগই ছিলেন ভারতীয়। ফলে অর্থনীতি টলমল হয়ে পড়ার আগে চিনের কাছে পর্যটক পাঠানোর সাহায্য চেয়ে বসলেন মলদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু। ইতিমধ্যে প্রচুর ভারতীয় মলদ্বীপ ভ্রমণ বাতিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবমাননার বিরোধিতায়।
মোদির অবমাননা
সম্প্রতি লাক্ষাদ্বীপ (Lakshadweep) সফরে গিয়েছিলেন মোদি। সেখান থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি। সমুদ্রসৈকতে প্রাতঃভ্রমণ থেকে জলে নেমে স্নোরকেলিং, বিভিন্ন মুহূর্ত তুলে ধরেন সকলের সামনে। লাক্ষাদ্বীপের পর্যটনে জোয়ার আনতেই এমন পদক্ষেপ বলে জানা যায়। এর পরই সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন মলদ্বীপের সেনেটর, প্রগ্রেসিভ পার্টি অফ মলদ্বীপের (Maldives) নেতা জাহিদ রামিজ আর তিনি মোদির উদ্দেশs কটু মন্তব্য করতেই বিরোধিতার ঝড় ওঠে। সমাজমাধ্যম জুড়ে ভারতের ক্রিকেটার, মন্ত্রী থেকে শুরু করে বলি-তারকা অনেকেই প্রতিবাদ জানাতে শুরু করেন।
চিনের মুখাপেক্ষী মলদ্বীপ
খবর, ইতিমধ্যে মলদ্বীপের প্রেসিডেন্ট অবমাননাকর মন্তব্য করার জন্য তিন মন্ত্রীকে সাসপেন্ড করেছেন। পাঁচদিনের চিন (China) সফরে মুইজ্জু চিনের সঙ্গে এই পর্যটনের বিষয়েও সাহায্য প্রার্থনা করেছেন বলে জানা গিয়েছে। মলদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যমের দাবি. যে চিন এবং মলদ্বীপের মধ্যে ইতিমধ্যেই ৫০ মিলিয়ন ডলারের একটি প্রকল্পের মৌ স্বাক্ষরিত হয়ে গিয়েছে যার মাধ্যমে ভারত মহাসাগরের ধারে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হতে পারে।
মলদ্বীপের পর্যটন
পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে মলদ্বীপের (Maldives) পর্যটন ব্যবসার ক্ষেত্রে সর্বাধিক পর্যটক পাঠানোর তালিকায় শীর্ষে রয়েছে ভারত। ২০২৩ সালে ভারত থেকে ২,০৯,১৯৮ জন পর্যটক মলদ্বীপে গিয়েছেন। ভারতের পরেই আছে রাশিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে চিন। ২০২২ সালেও ভারতই ছিল পর্যটকের তালিকায় শীর্ষে। ভারত থেকে সেই বছর প্রায় ২ লক্ষ ৪০ হাজার পর্যটক গিয়েছিলেন মলদ্বীপে, রাশিয়া থেকে গিয়েছিলেন ১ লক্ষ ৯৮ হাজার পর্যটক আর ব্রিটেন ছিল সেই বছর তৃতীয় স্থানে।
এদিকে, স্পাইস জেট (SpiceJet) বিমান সংস্থা লাক্ষাদ্বীপের আগাত্তি দ্বীপের উদ্দেশে বিমান উড়ানের বন্দোবস্ত করতে শুরু করেছে। এর আগে ভারতের বেশ কিছু অনলাইন টিকিট বুকিং সংস্থা মলদ্বীপ যাওয়ার টিকিট বুকিং বাতিল করেছিল। ভারত থেকে মলদ্বীপ যাওয়ার বিমান বুকিং প্রায় ২০-৩০ শতাংশ কমেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Maldives : '...আমাদের আত্মনির্ভরতাকে নষ্ট করবেন না!' মলদ্বীপ ইস্যুতে সরব অমিতাভ, কী বললেন