Multibagger Stock: ৬০ পয়সা থেকে দাম বেড়ে আজ ৫৩ টাকা ! ৫ বছরে ৮৬০০ শতাংশ মুনাফা দিয়েছে এই EV স্টক
Mercury Ev-Tech Share Price: সাম্প্রতিক কিছু প্রতিবেদনে দেখা গিয়েছে এই সংস্থায় সম্ভাবনাময় প্রবৃদ্ধির ইঙ্গিত। বার্ষিক নিট সেলস বেড়েছে ১২৩.৬৯ শতাংশ আর অপারেটিং মুনাফা বেড়েছে ৮৪.২২ শতাংশ।

Stock Market: গতকাল ভারতের শেয়ার বাজারে বিরাট ধস নেমেছিল, এক ধাক্কায় ৭০০ পয়েন্ট পড়ে গিয়েছিল সেনসেক্স সূচক। কিন্তু এই পতনের বাজারেও এই স্টকে গতকাল ৫ শতাংশ আপার সার্কিট দেখা গিয়েছিল। হু হু করে বেড়েছে এই স্টকের (Multibagger Stock) দাম। দেশীয় আমদানির উপরে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক জরিমানা শুল্ক ধার্য (Stock Market) করার পরেই বাজারে ধস নেমেছিল গতকাল। বেঞ্চমার্ক সূচকগুলিতে এসেছিল পতন। কিন্তু এই পতনকে উপেক্ষা করেই এই স্টকে গতি দেখা গিয়েছে। বলাই বাহুল্য গত ৫ বছরে ৮৬০০ শতাংশ মুনাফা দিয়েছে এই স্টক।
সংস্থার নাম মার্কারি ইভি টেক। এই সংস্থার বাজার মূলধন ৯৮০.০৭ কোটি টাকা। সংস্থাটি ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ২৩.০৭ কোটি টাকার রেভিনিউ, ১.৬৩ কোটি টাকার নিট মুনাফা এবং ২.৬২ কোটি টাকার EBITDA অর্জন করেছে। তবে গত সপ্তাহে এই স্টকের দাম ১.০৯ শতাংশ কমে গিয়েছে। গত ত্রৈমাসিকে এটি ১৬.১৭ শতাংশ কমে গিয়েছে এবং গত বছরের তুলনায় ৩১.৬৬ শতাংশ কমে গিয়েছে এই স্টকের দাম।
সাম্প্রতিক কিছু প্রতিবেদনে দেখা গিয়েছে এই সংস্থায় সম্ভাবনাময় প্রবৃদ্ধির ইঙ্গিত। বার্ষিক নিট সেলস বেড়েছে ১২৩.৬৯ শতাংশ আর অপারেটিং মুনাফা বেড়েছে ৮৪.২২ শতাংশ। সাম্প্রতিক ৬ মাসের তথ্য অনুসারে সংস্থার নিট সেলস হয়েছে ৫৩.২৫ কোটি, অর্থাৎ যা কিনা ৪৬৪.০৯ শতাংশ বেড়েছে। আর কর-পরবর্তী মুনাফা ৩৯০.২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ৫ বছরে এই শেয়ার বিনিয়োগকারীদের ৮৬০০ শতাংশ মুনাফা এনে দিয়েছে। ২০১৯ সাল থেকে ধরলে এই সংস্থার রিটার্ন এসেছে ১৫,৩২৯ শতাংশ। গত ৬ মাসে যদিও এই স্টকের দাম ১২ শতাংশ কমে গিয়েছে। এই স্টকের দাম আজ থেকে ৫ বছর আগে ছিল ০.৫৯ টাকা আর আজ এই স্টকের দাম ট্রেড করছে ৫২ টাকার আশেপাশে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















