Facebook Layoffs: হাজার হাজার কর্মীর চাকরি যাবে, মেটা করছে এই পরিকল্পনা
Meta Job Cut: ফের বড় অঙ্কের কর্মী ছাঁটাই করতে পারে মেটা (Facebook Layoffs)। শীঘ্রই নতুন পর্বের ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ফেসবুক, ইনস্টাগ্রামের অভিভাবক সংস্থা।
Meta Job Cut: ফের বড় অঙ্কের কর্মী ছাঁটাই করতে পারে মেটা (Facebook Layoffs)। শীঘ্রই নতুন পর্বের ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ফেসবুক, ইনস্টাগ্রামের অভিভাবক সংস্থা। সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, চলতি সপ্তাহেই হাজার হাজার কর্মচারীকে ছাঁটাই করতে পারে মেটা( Meta Job Cut)।
Facebook Layoffs: আবারও বড় ছাঁটাই মেটায়
সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, বিশ্বের বৃহত্তম সোশ্যাল নেটওয়ার্কিং কোম্পানিতে ফের চাকরি যাবে বহু কর্মীর। নভেম্বর মাসেই ১৩ শতাংশ কর্মী ছাঁটাই করে এই কোম্পানি। মেটা ঘনিষ্ঠদের খবর,কোম্পানির লক্ষ্যপূরণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে মেটা। এর আগের পর্বে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করেছে মেটা। যা কোম্পানির প্রথম বড় ছাঁটাই। বর্তমানে মেটা কোম্পানিকে আরও আর্থিকভাবে শক্তিশালী করতে চাইছে। সেই কারণে অপ্রয়োজনীয় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে এই সংস্থা। ফেব্রুয়ারিতে ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, মেটার নতুন পদক্ষেপের ফলে হাজারও হাজারও কর্মী প্রভাবিত হবেন।
Meta Job Cut: ছাঁটাই করে নতুন কী পদক্ষেপ ?
শোনা যাচ্ছে, বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ায় এখন মেটাভার্সের মতো ভার্চুয়াল-রিয়েলিটি প্ল্যাটফর্মে নিজেদের বদলে নিচ্ছে মেটা। ইতিমধ্যেই কর্মী ছাঁটাইয়ের জন্য কোম্পানির ডিরেক্টর ও ভাইস প্রেসিডেন্টদের অপ্রয়োজনীয় কর্মীদের তালিকা তৈরি করতে বলেছে ফেসবুকের অভিভাবক কোম্পানি। সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ্যে আসার পরও এই নিয়ে মুখ খোলেনি মেটার মুখপাত্র।
Facebook Layoffs: আগামী সপ্তাহেই মেটাতে বড় ছাঁটাই
ব্লুমবার্গের রিপোর্ট বলছে, আগামী সপ্তাহেই কর্মী ছাঁটাইয়ের বিষয়টি চূড়ান্ত হতে পারে। গত নভেম্বরের পর আবারও বড় ছাঁটাই হতে পারে মেটায়।
Elon Musk: কিছুদিন আগেই ট্যুইটারে কর্মী ছাঁটাই (Twitter Layoffs) করেছেন এলন মাস্ক (Elon Musk)। যবে থেকে মাইক্রোব্লগিং মাধ্যমের নতুন মালিক হয়েছেন, তখন থেকেই ব্যাপক হারে চলছে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া। সম্প্রতি সংস্থার ওয়ার্ক ফোর্স ১০ শতাংশ কমান এলন মাস্ক। আর তার জেরে একধাক্কায় চাকরি খোয়ান প্রায় ২০০ কর্মী।
এলন মাস্ক ট্যুইটারের মালিক হওয়ার আগে ট্যুইটারের কর্মী সংখ্যা ছিল ৭৫০০- এর আশপাশে। তবে নতুন সিইও পদে এলন মাস্ক আসীন হওয়ার পর থেকেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু হয়েছে ট্যুইটারে। প্রায় ২৩০০ কর্মী ইতিমধ্যেই চাকরি খুইয়েছেন ট্যুইটার থেকে। নতুন দফার কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে আরও ১০ শতাংশ ওয়ার্ক ফোর্স কমতে চলেছে ট্যুইটারে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে প্রায় ২০০ কর্মী এই পর্যায়ে ট্যুইটার থেকে চাকরি খোয়াতে পারেন।
EPFO Interest Rate: দুঃসংবাদ ! কমতে পারে পিএফ-এর সুদের হার, চাকরিজীবীদের জন্য বড় ধাক্কা