Microsoft Layoff: ২ মাস আগেই ৬০০০ কর্মী ছাঁটাই হয়েছিল, এবার আরও ৯০০০ কর্মীর উপরে কোপ এই সংস্থায়
Layoff News: ২০২৪ সালের জুন মাসে সংস্থায় মোট ২২ হাজার ৮০০ জন কর্মী কাজ করছিলেন। জুন মাসে ব্লুমবার্গ তাদের প্রতিবেদনে জানিয়েছে যে টেক সংস্থা হাজার হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে।

Layoff News: মার্কিন টেক জায়ান্ট সংস্থায় আবারও বড়সড় কর্মী ছাঁটাই হতে চলেছে। ২ বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার কর্মী ছাঁটাই করবে এই সংস্থা। রিপোর্ট অনুসারে সংস্থার পক্ষ থেকে তাদের মোট কর্মীর ৪ শতাংশ ছাঁটাই হতে চলেছে। এর ফলে ৯ হাজারেরও বেশি কর্মী এখন কাজ হারাতে চলেছেন। ২০২৩ সালের পরে এটিই হতে চলেছে মাইক্রোসফটের (Microsoft Layoff) সবথেকে বড় ছাঁটাই। ধারণা করা হচ্ছে যে এত বিপুল সংখ্যক কর্মীকে ছাঁটাই করার পিছনে সংস্থার ব্যয়সঙ্কোচ এবং অর্থনৈতিক অনিশ্চয়তা কমানোই মূল কারণ হিসেবে (Layoff News) কাজ করছে।
মাইক্রোসফটে আবার বড় ছাঁটাই
২০২৪ সালের জুন মাসে সংস্থায় মোট ২২ হাজার ৮০০ জন কর্মী কাজ করছিলেন। জুন মাসে ব্লুমবার্গ তাদের প্রতিবেদনে জানিয়েছে যে টেক সংস্থা হাজার হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে। বিশেষত যে সমস্ত কর্মী সেলসের সঙ্গে যুক্ত তাদের ছাঁটাইয়ের পরিকল্পনা করা হচ্ছে। এই বছর মে মাসে মাইক্রোসফট প্রায় ৬ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। অন্যদিকে জুন মাসে ৩০০ কর্মীকে ছাঁটাই করেছে মাইক্রোসফট। এখন আবার দুই বছরের মধ্যে এই বৃহত্তম ছাঁটাই সম্পর্কে মাইক্রোসফটের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। মনে করা হচ্ছে যে সংস্থার গ্রাহকদের সঙ্গে সরাসরি যুক্ত কর্মীদের ছাঁটাই করা হবে যেমন মার্কেটিং এবং সেলস।
গতবারও এই সংস্থাটি প্রোডাক্ট ডেভেলপার্স কিংবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ছাঁটাই করেনি। এই টেক জায়ান্ট ক্রমাগত তাদের সংস্থাকে পুনর্বিন্যস্ত করতে চাইছে। কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে মনোযোগ দিতে চাইছে সংস্থা। মাইক্রোসফটের এক মুখপাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন যে বাজারে আরও ভাল অবস্থান তৈরি করার জন্য সংস্থা প্রয়োজনীয় সাংগাঠনিক বদল আনবে এবং এই কারণেই ছাঁটাই করা হচ্ছে। এর আগে গুগলও কর্মী ছাঁটাই করেছিল।
গুগল এবং মাইক্রোসফট ক্রমাগত এআই গবেষণা এবং উন্নয়নে অর্থ বিনিয়োগ করছে। কোডিংয়ের মত কাজে এআই ব্যবহার করা হচ্ছে। এর ফলে এই কাজে নিযুক্ত ব্যক্তিদের চাকরি ঝুঁকির মুখে রয়েছে।
সূত্র অনুসারে ২০২৫ সালের প্রথম ৫ মাসের মধ্যেই বিশ্বজুড়ে মোট ১২৬টি টেক সংস্থা থেকে প্রায় ৫৩,১০০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। শুধু আমেরিকা নয়, ইউরোপ এবং আরো বেশ কিছু দেশে এই ছাঁটাই চলেছে। এই বছরের শুরুতেই ইনটেল চিপ নির্মাতা সংস্থা ১৫ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। পরে আরও ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে ইনটেল।






















