Diwali 2025 : সরকারি অর্থে কেনা যাবে না দীপাবলির উপহার, ব্যয় কমাতে বড় সিদ্ধান্ত মোদি সরকারের
No Public Fund For Diwali Gifts : সরকারের তরফে বলা হয়েছে, আর্থিক শৃঙ্খল জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।

No Public Fund For Diwali Gifts : সাধারণ মানুষের টাকা ব্যয় করা যাবে না উপহার কেনার জন্য। দীপাবলির (Diwali 2025) আগে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে বড় সিদ্ধান্ত নিল মোদি সরকার (PM Modi)। এবার সরকারি অর্থে কেনা যাবে না দীপাবলি ছাড়াও অন্য়ান্য উৎসবের উপহার (Diwali Gifts)।
কী বলা হয়েছে সরকারের তরফে
সম্প্রতি এই নিয়ে স্মারকলিপি প্রকাশ করেছে সরকার। যেখানে অর্থ মন্ত্রক সব কেন্দ্রীয় মন্ত্রক, বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থাগুলিকে দীপাবলি বা অন্য কোনও উৎসবের জন্য সরকারি তহবিল ব্যবহার করে উপহার কিনতে নিষেধ করেছে। সরকারের তরফে বলা হয়েছে, আর্থিক শৃঙ্খল জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।
স্মারকলিপিতে বলা হয়েছে
১৯ সেপ্টেম্বর ব্যয় বিভাগের প্রকাশিত এই নির্দেশিকা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এটি অপ্রয়োজনীয় ব্যয় রোধ ও জনসাধারণের অর্থের বিচক্ষণ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর করা হবে। এমনই বলা হয়েছে সরকারি মেমোরেন্ডামে। স্মারকলিপিতে বলা হয়েছে, "রাজস্ব শৃঙ্খলা ও জনসাধারণের সম্পদের সুবিচারপূর্ণ ব্যবহারের প্রচেষ্টা অব্যাহত রেখে, ভারত সরকারের সব মন্ত্রক/বিভাগ ও অন্যান্য সংস্থা দীপাবলির ও অন্যান্য উৎসবের জন্য উপহার ও সম্পর্কিত জিনিসপত্রের ওপর কোনও ব্যয় করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।"
ব্যয় সচিব অনুমোদিত ও যুগ্ম সচিব পি কে সিং স্বাক্ষরিত এই আদেশ সব মন্ত্রক ও বিভাগের সব সচিব ও আর্থিক উপদেষ্টাদের কাছে পাঠানো হয়েছে। এটি পাবলিক এন্টারপ্রাইজ বিভাগ ও আর্থিক পরিষেবা বিভাগকেও পাঠিয়েছে সরকার। যাতে কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ (CPSE), পাবলিক সেক্টর ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিতে এটি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ওয়াকিবহাল মহলের মতে, অতীতে সরকারি টাকায় এই ধরনের খরচের বড় বিল হয়েছে। আদতে যার ব্যয় বহন করতে হয়েছে দেশের সাধারণ নাগরিককে। কারণে দেশবাসীর করের টাকাতেই সরকারি কোষাগার থেকে খরচ হয়েছে এই ধরনের উৎসবের জন্য কেনা উপহার। সেই ব্যয় সংকোচ করতেই এবার উদ্যোগ নিয়েছে মোদি সরকার।






















