Petrol Diesel Rate: ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের ! লিটারে ৩ টাকা চড়ল দাম, কোথায় ?
Fuel Price Today: সরকারি তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, কর্ণাটক সরকার পেট্রোলের দাম ৩ টাকা এবং ডিজেলের দাম ৩.০৫ টাকা হারে প্রতি লিটারে বাড়িয়ে দিয়েছে। বেড়েছে পেট্রোল ডিজেলের সেলস ট্যাক্সও।
Petrol Diesel Price Hike: দেশে লোকসভা ভোটপর্ব মিটে গিয়েছে, তৃতীয়বারের জন্য ফিরেছেন মোদি। আর তারপরেই সাধারণ মানুষের মাথায় হাত। কর্ণাটকের রাজ্য সরকার এক ধাক্কায় লিটার পিছু ৩ টাকা হারে পেট্রোল ডিজেলের দাম (Petrol Diesel Price) বাড়িয়েছেন। সরকারি তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, কর্ণাটক সরকার পেট্রোলের দাম ৩ টাকা এবং ডিজেলের দাম ৩.০৫ টাকা হারে প্রতি লিটারে বাড়িয়ে দিয়েছে। এমনকী পেট্রোলের সেলস ট্যাক্স ২৫.৯২ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ২৯.৮৪ শতাংশ। একইসঙ্গে ডিজেলের (Petrol Price Hike) সেলস ট্যাক্সও ১৪.৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৮.৪ শতাংশ।
রাজস্ব বাড়াতে চায় কর্ণাটক সরকার
পেট্রোলিয়াম ডিলারস অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে, আজ ১৫ জুন থেকেই কার্যকর করা হবে এই দাম (Petrol Diesel Price) বৃদ্ধি। অর্থাৎ কাল সকাল থেকেই কর্ণাটকের মানুষদের বেশি টাকা দিয়ে পেট্রোল ডিজেল (Petrol Price Hike) কিনতে হবে। কর্ণাটক সরকার পেট্রোল ডিজেলের সেলস ট্যাক্স বা বিক্রয় কর বৃদ্ধি করার জন্য জ্বালানি তেলের দামও বেড়ে গিয়েছে। কর্ণাটকের অর্থমন্ত্রকের বিবৃতি অনুসারে, সেলস ট্যাক্স বাড়ানোর ফলে রাজ্যের রাজস্ব আয় বাড়বে। তবে এক ধাক্কায় এত দাম বেড়ে যাওয়ার ফলে পরিবহন, পণ্য বণ্টন ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে। তবে এই দাম বাড়ার প্রভাবে ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ। পকেটে পড়বে টান।
বেঙ্গালুরুতে কত ছিল দাম
এই দাম বাড়ার ফলে বেঙ্গালুরুতে পেট্রোলের দাম (Petrol Price Hike) ৯৯.৮৪ টাকা লিটার থেকে বেড়ে হল ১০২.৮৪ টাকা এবং ডিজেলের দাম ৮৫.৯৩ টাকা থেকে বেড়ে হল ৮৮.৯৫ টাকা প্রতি লিটারে।
উইন্ডফল ট্যাক্স কমিয়েছে কেন্দ্র সরকার
এর আগে এই নিয়ে এক বছরে চতুর্থবার কেন্দ্র সরকার দেশীয়ভাবে উৎপাদিত অপরিশোধিত তেলের উপর উইন্ডফল ট্যাক্স কমিয়ে দিয়েছে। তবে ডিজেল, পেট্রোল ও উড়ানের জ্বালানির ক্ষেত্রে এই উইন্ডফল তট্যাক্স একই রাখা হয়েছে। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয় দেশীয়ভাবে প্রস্তুত অপরিশোধিত তেলের উপর উইন্ডফল ট্যাক্স আবারও কমান হল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: PM Kisan 17th Installment: কবে পাবেন কিষাণ যোজনার ২০০০ টাকা ? দিন জানালেন মোদি