Zomato Biryani Tops: দেশে খাবার অর্ডারের লিস্টে শীর্ষে বিরিয়ানি, দ্বিতীয় পিৎজা
Zomato News: সারা দেশে এক মিনিটে খাবার অর্ডারের লিস্টে শীর্ষ স্থান দখল করেছে বিরিয়ানি।
Zomato News: সারা দেশে এক মিনিটে খাবার অর্ডারের লিস্টে শীর্ষ স্থান দখল করেছে বিরিয়ানি। প্রতি মিনিটে ১৮৬টি বিরিয়ানির অর্ডার পড়েছে জোম্যাটোতে। দ্বিতীয় স্থানে রয়েছে পিৎজার স্থান। প্রতি মিনিটে পড়েছে ১৩৯টি অর্ডার।
Food Order List: গত বছর শীর্ষে ছিল কোন খাবার
বিরিয়ানি গত বছরও তালিকার শীর্ষে ছিল। Zomato-র মাধ্যমে সবচেয়ে বেশি অর্ডার দেওয়া হয়েছিল ২০২১ সালে। কোম্পানি জানিয়েছে, ২০২১ সালে প্রতি সেকেন্ডে দুটি বিরিয়ানির অর্ডার পাঠিয়েছে। যদিও ডিশের মোট অর্ডারের সংখ্যা প্রকাশ করেনি কোম্পানি।
Zomato News: কোথায় রয়েছে সুইগি
সুইগি জানিয়েছে ২০২২ সালে প্রতি মিনিটে ১৩৭টি বিরিয়ানি সরবরাহ করেছে কোম্পানি। চলতি বছরে কোথা থেকে সবচেয়ে বেশি অর্ডার এসেছে তারও খোলসা করেছে কোম্পানি।এই বিষয়ে দেশের সবচেয়ে বড় 'ভোজনরসিকের' তকমা পেতে পারেন দিল্লির এক ব্যক্তি। যিনি এই বছর অ্যাপের মাধ্যমে ৩,৩৩০টি খাবারের অর্ডার দিয়েছেন। অঙ্কুর ২০২২ সালে প্রতিদিন গড়ে ৯টি খাবারের অর্ডার দিয়েছেন।
Zomato Biryani Tops: জোম্যাটার রিপোর্টে বলা হয়েছে, কীভাবে মুম্বাইয়ের একজন গ্রাহক তাদের সুবিধার জন্য প্রোমো কোড ব্যবহার করে এক বছরে ২.৪৩ লাখ টাকা বাঁচাতে সক্ষম হয়েছেন। যদিও এ ছিল এক ব্যতিক্রমী ঘটনা। কারণ মুম্বাই এমন এক শহর, যেখানে বেশিরভাগ মানুষে খুব একটা ছাড়ে খাবার অর্ডার করতে পছন্দ করেন না। এই ছাড়ের সুবিধা নেওয়ার খেতাব গিয়েছে পশ্চিমবঙ্গের রায়গঞ্জের এক বাসিন্দার কাছে। যেখানে ৯৯.৭ শতাংশ অর্ডারে একটি প্রোমোকোড ব্যবহার করা হয়েছে।
দেশের বাজারে এমনিতেই বেড়ে গিয়েছে জোম্যাটো , সুইগির মতো ফুড ডেলিবারি অ্যাপের রমরমা। জেট গতির যুগে এখন বাড়িতে খাবার বানানোর থেকে অনেকেই ফুড ডেলিভারি অ্যাপ থেকে সেরা সুযোগটি নিতে চায়। যেখানে অনেক রকমের সুস্বাদু খাবারের পাশাপাশি রয়েছে ছাড়ের সুবিধা। যা আপনাকে কম দামে ভাল খাবার দিতে পারে। সেই সুবিধাকেই কাজে লাগান ভোজনরসিকরা।
আরও পড়ুন : PPF Rate Hike: সুকন্যা সমৃদ্ধি, পিপিএফ-এর সুদের হারে বৃদ্ধি ! ২দিনেই আসছে খবর