Muhurat Trading Closing: মুহুরত ট্রেডিংয়ে গতির ধারা বজায় রাখল বাজার, এক ঘণ্টায় ০.৮৮ শতাংশের লাফ
Stock Market: মাত্র এক ঘণ্টায় ০.৮৮ শতাংশের বেশি ওপরে উঠল সেনসেক্স, নিফটি। মুহুরত ট্রেডিংয়ের শেষে সবুজে বন্ধ হল ভারতের শেয়ার বাজার।
Stock Market: মাত্র এক ঘণ্টায় ০.৮৮ শতাংশের বেশি ওপরে উঠল সেনসেক্স, নিফটি। মুহুরত ট্রেডিংয়ের শেষে সবুজে বন্ধ হল ভারতের শেয়ার বাজার। ধনলক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে শুভ মুহূর্তে এদিন পছন্দের স্টকে বিনিয়োগ করলেন আমানতকারীরা।
Muhurat Trading Closing: কত পয়েন্টে বন্ধ হয় বাজার ?
এদিন বাজার শুরু সময় ১ শতাংশের বেশি উঠে গেলেও পরে অনেকটাই নেমে আসে বাজার। তবে কাকতালীয়ভাবে সেনসেক্স, নিফটি দুটোই ০.৮৮ শতাংশ বেড়ে বন্ধ হয়। সন্ধ্যের শেষে নিফটি ১৭,৭৩০.৭৫ পয়েন্ট ও সেনসেক্স বন্ধ হয় ৫৯,৮৩১.৬৬ পয়েন্টে। তবে কিছু শেয়ার যেমন দীপক নাইট্রেট, ইউবিএল ছাড়াও কোটাক ব্যাঙ্ক, এসবিআই কার্ড লালে বন্ধ হয় আজও। স্বাভাবিকভাবেই যা আগামীকালের মার্কেটের জন্য খুব একটা শুভ লক্ষণ নয়।
Muhurat Trading: দীপাবলির সন্ধ্যের মুহুরত ট্রেডিংয়ে দুর্দান্ত শুরু করল বুলরা। আশামতোই নিফটি, সেনসেক্সে বড় গতি দেখা গিয়েছে। বড় স্টক বলতে একমাত্র
রিলায়েন্স প্রি -ওপেনিং শেষে লালে ট্রেড করেছে। যদিও পরবর্তীকালে সবার জন্য বাজার খুলতেই ফের গতি ধরে এই স্টক।
Share Market Update: দীপাবলির মুহুর্তে আজ শেয়ারবাজারে NSE-এর 50-শেয়ার সূচক নিফটি 200.20 পয়েন্ট বা 1.14 শতাংশের বেশি ওপরে 17776.50 পয়েন্টে খুলেছে। একই সময়ে, BSE সেনসেক্স 659.40 পয়েন্ট বা 1.11 শতাংশ গতি দেখিয়ে 59,966 এ খুলতে সক্ষম হয়েছে।
Muhurat Trading Pre-Open: এদিন স্টক মার্কেটের প্রি-ওপেনিংয়ে, NSE-এর নিফটি 179 পয়েন্ট বা 1.02 শতাংশের বেশি উঠে 17755-এর স্তরে লেনদেন শুরু করেছে। পর অবশ্য় সাড়ে ৬টার দিকে ৯২ পয়েন্টে নেমে আসে নিফটি ৫০-র সূচক। ১৭,৭৪০-এ নেমে আসে বাজার। সব বড় স্টক, যেমন টাইটান, রিলায়েন্স, ডিমার্ট,আইসিআইসিআই সবেতেই ১ শতাংশের বেশি বা এক শতাংশের সামান্য কম গতি দেখা যায়।
Muhurat Trading 2022: কেন এই এক ঘণ্টায় ট্রেডিং ?
আজ দীপাবলিতে দেবী ধনলক্ষ্মীর আরাধনায় ব্রতী হন বিনিয়োগকারীরা। বাজারের আমানতকারীরা মনে করেন, এই বিশেষ দিনে বিনিয়োগ করলে দেবীর আশীর্বাদ লাভ করা যায়। তাই দীপাবলিতে ছুটির দিনেও সন্ধ্যেবেলায় নিয়ম ভেঙে খোলে বাজার। বিশেষ মুরুর্তের জন্য স্টকে বিনিয়োগ করেন ইনভেস্টাররা। এই সময়কেই মুহুরত ট্রেডিং বলে।