Multibagger Stock: ১ বছরেই ১০ হাজার থেকে ১.৩২ লাখ রিটার্ন দিয়েছে এই স্টক, আপনার কেনা আছে ?
Penny Stock: সংস্থার নাম ফ্রন্টিয়ার ক্যাপিটাল লিমিটেড। এটি একটি আমানত সংগ্রহকারী নন-ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানি। ভারতে ঋণ দানের ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে এই সংস্থা।
Penny Stock: শেয়ার বাজারে এমন কিছু কিছু স্টক আছে যেগুলি খুব কম সময়ের মধ্যেই বিপুল রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের। এগুলিকেই বলে মাল্টিব্যাগার শেয়ার। আর স্মলক্যাপ স্টকগুলি এই ধরনের বিপুল রিটার্ন দেওয়ার তালিকায় প্রথম সারিতেই রয়েছে। তবে কিছু কিছু পেনিস্টকেও (Multibagger Stock) এসেছে প্রচুর রিটার্ন। এমনই একটি পেনিস্টকের দাম ৩৩.২০ টাকা মাত্র। কিন্তু এই স্টকেই বিগত এক বছরে ১২০০ শতাংশ রিটার্ন পাওয়া গিয়েছে। ২.৫ টাকা থেকে বেড়ে এক বছ্রে এই পেনি স্টকের দাম হয়েছে ৩৩.২০ টাকা। কোন সংস্থার শেয়ার ? আপনার কেনা আছে ?
কোন সংস্থার স্টকে এত মুনাফা
সংস্থার নাম ফ্রন্টিয়ার ক্যাপিটাল লিমিটেড। এটি একটি আমানত সংগ্রহকারী নন-ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানি। ভারতে ঋণ দানের ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে এই সংস্থা (Multibagger Stock)। এর আগে সংস্থার নাম ছিল ফ্রন্টিয়ার লিজিং অ্যান্ড ফিনান্স লিমিটেড। ১৯৮৪ সালে মুম্বইতে তৈরি হয় এই সংস্থা যা কিনা মূলত ইনিমিটেবল ক্যাপিটাল ফিনান্স প্রাইভেট লিমিটেড সংস্থার সাবসিডিয়ারি।
সংস্থার শেয়ারে মুনাফার হিসেব
১ বছরের মধ্যে ফ্রন্টিয়ার ক্যাপিটালের শেয়ারের দাম ১২২৮ শতাংশ বেড়েছে। আজ থেকে এক বছর আগে যদি কোনও বিনিয়োগকারী এই সংস্থার স্টকে ১০ হাজার টাকা বিনিয়োগ করতেন, তাহলে তিনি ১.২৩ লাখ টাকা পেতেন রিটার্ন হিসেবে আজকের দিনে দাঁড়িয়ে। ২০২৪ সালেই এই সংস্থার স্টকের দাম ১১৮ শতাংশ বেড়েছে। শুরুর ৩ মাসের মধ্যে ২ মাসেই পজিটিভ রিটার্ন এসেছে এই সংস্থার শেয়ারে।
টানা চলেছে র্যালি
২০২৩ সালের আগস্ট মাস থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত টানা ৭ মাস বেড়ে চলার পর মার্চে এসে এই শেয়ারের দাম (Multibagger Stock) কমেছে ৭ শতাংশ। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই এই শেয়ারের দাম বেড়েছে ৫০১ শতাংশ এবং এই বছর জানুয়ারি মাসে বেড়েছে ৫৪ শতাংশ।
সর্বোচ্চ স্তর ও সর্বনিম্ন স্তর
সংস্থার শেয়ারের সর্বকালীন উচ্চতা ছিল ৪০.৫৮ টাকায়, সেখান থেকে এখন ১৮ শতাংশ পড়ে গিয়েছে দাম। আর এর সর্বনিম্ন স্তর ছিল ২.১৬ টাকা যেখান থেকে ১৪৩৭ শতাংশ বেড়ে গিয়েছে এই শেয়ারের দাম। এখন ৩৩.২০ টাকায় ট্রেড করছে ফ্রন্টিয়ার ক্যাপিটালের শেয়ারের দাম।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)