Multibagger Stock: ১ মাসেই টাকা দ্বিগুণ, দুরন্ত গতিতে ছুটছে এই শেয়ার; সেরা মাল্টিব্যাগার এটিই
Jetking Infotrain Stock Price: ৯ ডিসেম্বর এই জেটকিং ইনফোট্রেন সংস্থার শেয়ারের দাম ছিল ৬৪.১২ টাকা, আর ২২ ডিসেম্বর এই স্টকের দাম বাড়তে বাড়তে পৌঁছায় ১৪৯.৩৪ টাকায়।
Stock Market: শেয়ার বাজারে এমন বেশ কিছু স্টক রয়েছে যেগুলি কম সময়ের মধ্যে দারুণ রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের। আর এইসব স্টকগুলির দাম বাড়তে শুরু করলে বিনিয়োগকারীদের বিপুল মুনাফা হবে। এমনই একটি স্টকে (Multibagger Stock) মাত্র ১ মাসের মধ্যেই টাকা দ্বিগুণ হয়েছে। ১০০ শতাংশেরও বেশি রিটার্ন এসেছে এই স্টকে। সংস্থার নাম জেটকিং ইনফোট্রেন (Jetking Infotrain)। আইটি এডুকেশন সেক্টরের এই সংস্থার শেয়ারে এক মাসে ১৩৬.৯৭ শতাংশ মুনাফা এসেছে। ২০ ডিসেম্বর এই সংস্থার শেয়ারের দাম ১৪৯.৩৭ টাকায় বন্ধ হয়েছে ৫ শতাংশ উপরে উঠে। এই মাইক্রোক্যাপ স্টক (Stock Market) ৫২ সপ্তাহের উচ্চতায় উঠেছিল শুক্রবার, আর সংস্থার বাজার মূলধন পৌঁছেছিল ৮৮.২ কোটি টাকায়।
রাজা বানিয়েছে এই স্টক
৯ ডিসেম্বর এই জেটকিং ইনফোট্রেন সংস্থার শেয়ারের দাম ছিল ৬৪.১২ টাকা, আর ২২ ডিসেম্বর এই স্টকের দাম বাড়তে বাড়তে পৌঁছায় ১৪৯.৩৪ টাকায়। আপনি যদি এই মাসের শুরুতেই এই স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আপনি আজকের দিনে দাঁড়িয়ে ২ লক্ষের কাছাকাছি রিটার্ন পেতেন। অর্থাৎ দ্বিগুণ হয়ে যেত আপনার টাকা। ৯ ডিসেম্বর থেকে শুরু করে শেষ তিনদিনে এই স্টকে ৫৮.৪ শতাংশ দাম বাড়তে দেখা গিয়েছে। আইটি সেক্টরের যে কোনো স্টকের থেকে এর দাম বাড়ার গতি অনেক বেশি।
১২ ডিসেম্বর সংস্থার শেয়ার খুলেছিল ১০১.৫৫ টাকায়, ১০ শতাংশ দাম বেড়েছিল। বিগত ৬ মাসের হিসেব ধরলে এই শেয়ারের দাম ১৬২.৬৫ শতাংশ বেড়েছে, আর বিগত ৫ বছরে এই স্টক থেকে ৩৮১.৭৪ শতাংশ মুনাফা এসেছে বিনিয়োগকারীদের।
ক্রিপ্টোকারেন্সির স্ট্রাটেজি নিয়ে কাজ করে সংস্থা
২০২২ সাল থেকে এই সংস্থার তাঁর কোষাগারে রেখেছে বিটকয়েন এবং ইথেরিয়াম। এই ক্রিপ্টোকারেন্সি রাখার মূল কারণ হল মুদ্রাস্ফীতিকে প্রতিহত করা। ক্রিপ্টোর দামে মাঝেমধ্যেই উত্থান-পতন প্রবল হয় আর তাঁর অরভাব পড়েছে সংস্থার শেয়ারের দামেও। ১৩ ডিসেম্বর সংস্থার শেয়ারের দাম বাড়া নিয়ে জানানো হয়েছে যে এর পিছনে কোনো কর্পোরেট বিনিয়োগ নেই।
সংস্থার আর্থিক অবস্থার উন্নতি
২০২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জেটকিং ইনফোট্রেন সংস্থার মোট উপার্জিত রাজস্ব ১০৮২.১৯ লক্ষ টাকা এবং এই বছরে এখনও পর্যন্ত নেট প্রফিট হয়েছে ২৮৪.১৬ লক্ষ টাকা। একই মেয়াদে গত বছর এই সংস্থার ৮৭.৩১ লক্ষ টাকা ক্ষতি হয়েছিল।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Rozgar Mela: প্রধানমন্ত্রী মোদি দিলেন সুখবর ! ৭১ হাজার যুবক পাবেন জয়েনিং লেটার, কোন পদে চাকরি ?