Multibagger Stock: দাম ছিল ১২ টাকারও কম, ৪ বছরে ১ লাখ থেকে ১ কোটি মুনাফা দিয়েছে এই স্টক
Multibagger Stock Nibe Limited: মঙ্গলবার এই স্টকের দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে সবুজেই খোলে এবং ১৮৪৪ টাকার ইন্ট্রাডে হাইতে উঠে যায় এই স্টক। আর আজ এই স্টকের দাম ট্রেড করছিল ১৭৮৫ টাকায়।
Stock Market: ডিফেন্স এবং এয়ারোস্পেস সংস্থা নিবে লিমিটেডের শেয়ার বিগত চার বছরে বিনিয়োগকারীদের বিপুল ধনী করেছে। আজ থেকে ঠিক চার বছর আগে এই শেয়ারের দাম ছিল ১২ টাকারও কম। আর এখন এই শেয়ারের (Stock Market) দাম ১৮৪৪ টাকা। আর এর মাধ্যমেই বোঝা যাচ্ছে যে বিনিয়োগকারীদের এই একটি স্টক (Multibagger Stock) থেকেই ১৫,৩০০ শতাংশ রিটার্ন এসেছে।
মঙ্গলবার এই স্টকের দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে সবুজেই খোলে এবং ১৮৪৪ টাকার ইন্ট্রাডে হাইতে উঠে যায় এই স্টক। আর আজ এই স্টকের দাম ট্রেড করছিল ১৭৮৫ টাকায়। এই স্টক বিগত এক বছরেও মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। এক বছরে অর্থাৎ ১২ মাসে এই শেয়ারের দাম বেড়েছে ২১০ শতাংশ।
২০০৫ সাল থেকে বাজারে তালিকাভুক্ত হয়ে আছে এই শেয়ার। মূলত কম্পোনেন্ট ফ্যাব্রিকেশন এবং মেশিনিং-এর কাজ করে থাকে এই সংস্থা। মূলত লো এবং মিডিয়াম ভোল্টেজ লাইনের ডিজাইন, সরবরাহ, কনস্ট্রাকশন ও কমিশনিং করে থাকে এই সংস্থা। এর সঙ্গে সঙ্গে নিব লিমিটেড সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রতিরক্ষা ও বৈদ্যুতিন যানবাহন নির্মাণের কাজ করে থাকে এই সংস্থা। এই সংস্থার বাজার মূলধন সম্প্রতি ২৪০০ কোটি টাকা।
২০২০ সালের নভেম্বরে এই শেয়ারের দাম ছিল ১২ টাকা। আর আজ এই সংস্থার শেয়ারের দাম উঠে এসেছে ১৮৪৪ টাকায়। অর্থাৎ ৪ বছরের মেয়াদে এই সংস্থার শেয়ার থেকেই বিনিয়োগকারীরা প্রায় ১৪,৬০০ শতাংশ রিটার্ন পেয়েছেন। আজ থেকে ৪ বছর আগে কেউ এই স্টকে ১০ হাজার টাকা বিনিয়োগ করে থাকলে আজ তিনি রিটার্ন পেতেন ১৪ লক্ষ টাকা। একইভাবে তিনি এই স্টকে ২০ হাজার টাকা বিনিয়োগ করলে আজ রিটার্ন পেতেন ২৯ লক্ষ টাকা। অন্যদিকে ৫০ হাজার টাকা বিনিয়োগে রিটার্ন আসত চার বছরে ৭৩ লক্ষ টাকা। আশ্চর্যের বিষয় এই সংস্থার শেয়ারে ১ লাখ বিনিয়োগ করে থাকলে আজকের দিনে তিনি ১ কোটি টাকা রিটার্ন পেতেন।
২০২৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সংস্থায় প্রোমোটারদের স্টেক ছিল ৫৩.০৮ শতাংশ। এই বছর এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে সংস্থার রেভিনিউ এসেছিল ১০৯.২৮ কোটি টাকা, আর নেট প্রফিট হয়েছে ৭.৮৬ কোটি টাকা। অন্যদিকে ২০২৩-২৪ অর্থবর্ষে এই সংস্থার রেভিনিউ এসেছিল ২৭৯ কোটি টাকা, নেট মুনাফা ছিল ২২ কোটি টাকা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Land Acquisition: আপনার কেনা জমিতে সরকার দখল নিতে পারে ? কী রয়েছে নিয়ম ?