Multibagger Share: ১ লাখ বিনিয়োগেই মিলেছে ১৭ লাখ টাকা ! বিপুল ধনী করেছে এই মাল্টিব্যাগার স্টক
Sky Gold Multibagger Stock: একটি স্টক (Stock Market) বিনিয়োগকারীদের ১ লাখ টাকাকে ১৭ লাখ টাকা বানিয়েছে। ৬ মাসে এই স্টকেই এসেছে ২০০ শতাংশেরও বেশি রিটার্ন। কোন সংস্থার স্টক ?
Stock Market: অনেকেই মনে করেন স্টক মার্কেট আসলে জুয়ার মত, ভাগ্য ভাল থাকলে আপনাকে দরিদ্র থেকে এক লাফে রাজা বানাতে পারে। কিন্তু আদপে এমনটা সত্য নয়, তবে স্টক মার্কেটে (Multibagger Stock) এমন কিছু কিছু সংস্থার স্টক মাঝেমধ্যে জানা যায় যেগুলিতে অবিশ্বাস্য রিটার্ন মিলেছে এবং খুব কম সময়ে মানুষকে লক্ষ লক্ষ টাকার রিটার্ন দিয়েছে। তেমনই একটি স্টক (Stock Market) বিনিয়োগকারীদের ১ লাখ টাকাকে ১৭ লাখ টাকা বানিয়েছে। ৬ মাসে এই স্টকেই এসেছে ২০০ শতাংশেরও বেশি রিটার্ন। কোন সংস্থার স্টক ? আগে দেখেছেন ?
কোন মাল্টিব্যাগার স্টক ?
এই সংস্থার নাম হল স্কাই গোল্ড লিমিটেড। জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টরে কাজ করে এই সংস্থা। এই সংস্থার শেয়ারে বিগত ৬ মাসে মোট ২৫৫ শতাংশ রিটার্ন এসেছে। আর এক বছরে ৩৩৯ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে এই স্টক। যদি ৫ বছরের মেয়াদের হিসেব দেখি তাহলে তা বিনিয়োগকারীদের ১৭৪০ শতাংশ রিটার্ন এনে দিয়েছে। ৬ জানুয়ারি ২০২৩ এই স্কাই গোল্ড লিমিটেডের স্টকের দাম ছিল মাত্র ২২৪ টাকা আর আজ এই স্টকের দাম বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছে ৪১২০ টাকায়। অর্থাৎ ১৭০০ শতাংশেরও বেশি মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা।
১ লাখ থেকেই ২০ লাখ
২০২৩ সালের ৬ জানুয়ারি কেউ যদি এই স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন তাহলে তিনি ১৭ লক্ষ টাকা রিটার্ন পেতেন আর ১ লক্ষ ১২ হাজার টাকা বিনিয়োগ করলে আজকের দিনে হাতে থাকত ২০ লক্ষ ৬০ হাজার টাকা। সোনা, রুপো বা অন্য কোনো অ্যাসেট ক্লাসে এত বিপুল রিটার্ন তাও এত কম সময়ে পেতেন না।
স্কাই গোল্ড স্টকের ফান্ডামেন্টাল
স্কাই গোল্ড লিমিটেডের মার্কেট ক্যাপিটাল রয়েছে ৬০০৮ কোটি টাকা, এই স্টকের প্রফিট আর্নিং রেশিও রয়েছে ৭৪.৬। স্টকের ROCE ১৮.৭ শতাংশ এবং এর বুক ভ্যালু ধার্য রয়েছে ২৫৪ টাকা। স্কাই গোল্ড সংস্থার ROE রয়েছে ২৩.৬ শতাংশ। আর এর ফেসভ্যালু রয়েছে ১০ টাকা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Upcoming IPO: আগামী সপ্তাহে এই ৬ আইপিও ঘিরে উত্তপ্ত হবে শেয়ার বাজার, কোনটা নেওয়া উচিত ?