![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Mutual Fund: এই ফান্ডে ১ লাখ থেকেই পেতেন ৬ লাখ রিটার্ন, কত বছরে এত মুনাফা ?
Mutual Fund Return: একইভাবে এমনই এক মিউচুয়াল ফান্ড রয়েছে যার নাম এডেলউইস অ্যাগ্রেসিভ হাইব্রিড মিউচুয়াল ফান্ড। এই ফান্ডে বিনিয়োগ করলে বছরে ৩৫.৮৫ শতাংশ হারে রিটার্ন পেতেন আপনি।
![Mutual Fund: এই ফান্ডে ১ লাখ থেকেই পেতেন ৬ লাখ রিটার্ন, কত বছরে এত মুনাফা ? Mutual Fund This Fund Delivered 6 Lakh Return from 1 Lakh Only 6 Times Return Mutual Fund: এই ফান্ডে ১ লাখ থেকেই পেতেন ৬ লাখ রিটার্ন, কত বছরে এত মুনাফা ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/23/4e33bf1ea218a2125417c8818d7a823b1724400832705900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Mutual Fund Return: আজকাল বেশি রিটার্নের আশায় বহু মানুষ মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেটে বিনিয়োগের দিকে ঝুঁকছেন। সেক্ষেত্রে ঝুঁকিও একটু বেশি থাকে, কিন্তু রিটার্নও অনেকাংশে বেশি পাওয়া যায়। ব্যাঙ্কে স্থায়ী আমানতের (Mutual Fund) ক্ষেত্রে যেখানে গড়ে ৭ শতাংশ সুদ পাওয়া যায়, সেখানে মিউচুয়াল ফান্ডে সবথেকে কম ঝুঁকি নিয়েও ১২-১৪ শতাংশ রিটার্ন অনায়াসে মেলে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে। তেমনই একটি ফান্ডে ১ লাখ টাকা রাখলে তা ৬ লাখ টাকা মুনাফা দিয়েছে। অর্থাৎ বিনিয়োগ (Best Mutual Fund) এক ধাক্কায় প্রায় ৬ গুণ হয়ে গিয়েছে।
মূলত পাওয়ার অফ কম্পাউন্ডিং-এর জন্যই এত বেশি হারে রিটার্ন পাওয়া যায়। একে বাংলায় বলে চক্রবৃদ্ধি সুদ। মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে এই কম্পাউন্ডিংয়ের জন্যই কম সময়ে টাকা দ্বিগুণ হতে পারে। আর একইভাবে এমনই এক মিউচুয়াল ফান্ড রয়েছে যার নাম এডেলউইস অ্যাগ্রেসিভ হাইব্রিড মিউচুয়াল ফান্ড। এই ফান্ডে বিনিয়োগ করলে বছরে ৩৫.৮৫ শতাংশ হারে রিটার্ন পেতেন আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে। অর্থাৎ ১ লাখ টাকা বিনিয়োগ করলে এক বছরে সেই বিনিয়োগ হত ১.৩৫ লাখ টাকা।
এই ফান্ডে ৩ বছরে ১ লাখ টাকা বিনিয়োগ করা থাকলে আপনি রিটার্ন পেতেন ১.৭১ লক্ষ টাকা। আর এই একই ফান্ডে আজ থেকে ৫ বছর আগে যদি আপনি ১ লাখ টাকা বিনিয়োগ করতেন, তাহলে তা ২.৪৮ লাখ টাকা হয়ে যেত। এই ফান্ড চালু হয়েছে বাজারে ২০০৯ সালে অর্থাৎ আজ থেকে প্রায় ১৬ বছর আগে। এই ১৬ বছরে আপনার ১ লাখ টাকা থেকে আপনি ৬ লাখ টাকা বিনিয়োগের রিটার্ন পেতেন।
১০ বছরের মেয়াদে এডেলউইস অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডে বার্ষিক ১৩.৯২ শতাংশ হারে রিটার্ন এসেছে। অর্থাৎ ১০ বছরে ১ লাখ টাকা বিনিয়োগে ২১ অগাস্ট এএমএফআই এই ফান্ডের রিটার্ন নিয়ে তথ্য প্রকাশ করেছে, দেখে নেওয়া যাক।
১ বছরে এই ফান্ডে ১ লাখ টাকায় মুনাফা হয়েছে ১.৩৫ লাখ টাকা
৩ বছরে এই ফান্ডে একই টাকায় রিটার্ন পেতেন ১.৭১ লাখ টাকা
৫ বছরে ১ লাখ টাকার উপর রিটার্ন পেতেন ২.৪৮ লাখ টাকা
১০ বছরে এই ফান্ডে ১ লাখ টাকা বিনিয়োগে রিটার্ন পেতেন ৩.৬০ লাখ টাকা
২০০৯ সালে ১ লাখ বিনিয়োগ করা থাকলে রিটার্ন পেতেন ৬.১৮ লাখ টাকা
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Sovereign Gold Bond: গোল্ড বন্ডে আর বিনিয়োগ করা যাবে না ? কী সিদ্ধান্ত নিতে চলেছে RBI ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)