NSC vs PPF: ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট না পিপিএফ ! কোথায় বিনিয়োগে বেশি সুবিধা, সুদ ?
Investments: আপনি যদি এই দুটি স্কিমের যেকোনও একটিতে বিনিয়োগ করার কথা ভাবেন, তাহলে জেনে নিন কোনটাতে ইনভেস্টে বেশি লাভ ?
Investments: শেয়ার বাজারে (Share Market) অস্থিরতা দূরে রেখে নিশ্চিত সুদে (Interest) বিনিয়োগ করতে পারবেন সহজেই। এরকম অনেক আর্থিক স্কিম (Finance Scheme) এনেছে সরকার। সেই কারণে আজও অনেকে পোস্ট অফিস সঞ্চয় (Post Office Savings Scheme) প্রকল্পে বিনিয়োগ করতে পছন্দ করেন দেশবাসী।
বিভিন্ন বিনিয়োগকারীদের চাহিদার কথা মাথায় রেখে পোস্ট অফিস বিভিন্ন স্কিম চালু করেছে সরকার। আজ আমরা আপনাকে পোস্ট অফিসের জাতীয় সঞ্চয় প্রকল্প অর্থাৎ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম (NSC) এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম (PPF) সম্পর্কে বিস্তারিত জানাব। আপনি যদি এই দুটি স্কিমের যেকোনও একটিতে বিনিয়োগ করার কথা ভাবেন,তাহলে আমরা আপনাকে এই স্কিমে উপলব্ধ সুদের হার ও সুবিধা সম্পর্কে তথ্য দিয়েছে এখানে।
National Saving Certificate: জাতীয় সঞ্চয়পত্র
জাতীয় সঞ্চয় শংসাপত্র হল পোস্ট অফিস দ্বারা পরিচালিত একটি নির্দিষ্ট আয় সঞ্চয় প্রকল্প। এই স্কিমে আপনি 5 বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। স্কিমের 1,000 টাকা থেকে 100 এর গুণিতক পর্যন্ত যেকোনও পরিমাণ বিনিয়োগ করা যেতে পারে। এর জন্য কোনও সীমা নির্ধারণ করা হয়নি। সরকার 1 জুলাই, 2023 তারিখে এর সুদের হার পরিবর্তন করেছে। এখন এই প্রকল্পে বিনিয়োগ করলে 7.7 শতাংশ পাবেন বিনিয়োগকারীরা। এই স্কিমে বিনিয়োগ করতে আপনি যেকোনও কাছের পোস্ট অফিসে গিয়ে জাতীয় সঞ্চয় শংসাপত্র কিনতে পারেন। এই স্কিমে সিঙ্গল বা তিনজন ব্যক্তি বিনিয়োগ করতে পারেন। এই স্কিমেও আপনি আয়করের ধারা 80C এর অধীনে 1.50 লক্ষ টাকা ছাড় পাবেন।
Public Provident Fund: পাবলিক প্রভিডেন্ট ফান্ড
পাবলিক প্রভিডেন্ট ফান্ড একটি সরকারি সঞ্চয় প্রকল্প যা বিশেষভাবে দীর্ঘমেয়াদি সময়ের জন্য ডিজাইন করা হয়েছে। এই স্কিমের অধীনে আপনি প্রতি বছর 500 টাকা থেকে 1.50 লক্ষ টাকা বিনিয়োগ করে মেয়াদ পূরণের সময় একটি বড় তহবিল পেতে পারেন। এই প্রকল্পের আওতায় বর্তমানে ৭.১ শতাংশ সুদের সুবিধা পাচ্ছেন। স্কিমে বিনিয়োগ করে আপনি আয়করের ধারা 80C-এর অধীনে 1.50 লক্ষ টাকা ছাড় পাবেন। এই স্কিমের মেয়াদ 15 বছর । একই সময়ে বিনিয়োগের 5 বছর পরে আপনি জরুরী ভিত্তিতে অ্যাকাউন্ট থেকে আংশিক টাকা তুলতে পারেন।
Investments: দুটির মধ্যে কোন স্কিমটি ভাল ?
উল্লেখযোগ্যভাবে, এনএসসি স্কিম হল একটি সঞ্চয় স্কিম, যেখানে আপনি একবার বিনিয়োগ করে পাঁচ বছর ম্য়াচিওরড হওয়ার পর পুরো অর্থ পেতে পারেন। অন্যদিকে, পিপিএফ স্কিমের মাস অনুযায়ী টাকা জমা করে আপনি 15 বছর পর একলপ্তে বড় ফান্ড পেতে পারেন। এই স্কিমটি প্রভিডেন্ট ফান্ডের আদলে তৈরি করা হয়েছে, যে কোনও ভারতীয় নাগরিক এর সুবিধা নিতে পারেন। অন্যদিকে, সুদের হারের পরিপ্রেক্ষিতে, আপনি NSC স্কিমে বেশি রিটার্ন পাবেন।
আরও পড়ুন : Investments: এই ১০ সরকারি স্কিমে সবথেকে বেশি সুদ,জেনে নিন সুবিধা লাভের পরিমাণ