New Audi Q5 SUV Launched: ৫৯ লক্ষ থেকে দাম শুরু, নতুন Audi Q5 এল বাজারে
2021 Audi Q5 Facelift: অতীতে এই গাড়ির ওপর ভর করেই দেশের বাজারে গতি পেয়েছিল Audi India-র সেলস। এবারও বাজার ধরতে গাড়ির ভিতর ও বাইরে বড় ধরনের পরিবর্তন এনেছে কোম্পানি।
2021 Audi Q5 Facelift: ছবি প্রকাশ্যে এসেছিল আগেই। এবার ভারতের বাজারে লঞ্চ করল Audi Q5 Facelift। ৫৮.৯ লক্ষ টাকায় পাওয়া যাবে এই গাড়ি। কোম্পানি আশাবাদী, আগের মডেলের মতোই বাজারে ভাল বিক্রি হবে এই বিলাসবহুল এসইউভি।
New Audi Q5 SUV Launched: অডির এই প্রিমিয়াম এসইউভি ঘিরে এমনিতেই কৌতূহলের শেষ নেই মার্কেটে। অতীতে এই গাড়ির ওপর ভর করেই দেশের বাজারে গতি পেয়েছিল Audi India-র সেলস। এবারও বাজার ধরতে গাড়ির ভিতর ও বাইরে বড় ধরনের পরিবর্তন এনেছে কোম্পানি। সবথেকে বড় বিষয়, কেবল পেট্রল মডেলেই দেখা যাবে এই গাড়ি। এবার গাড়িতে দেওয়া হয়েছে ২.০ ফোর সিলিন্ডার TFSI টার্বো পেট্রল মোটর। যা গাড়িতে ২৪৯ হর্স পাওয়ার ছাড়াও ৩৭০ নিউটন মিটার টর্ক দেবে। গাড়িতে স্ট্যান্ডার্ড হিসাবেই S-Tronic ডুয়াল ক্লাচ গিয়ারবক্স দেওয়া হয়েছে।
2021 Audi Q5 Facelift: গাড়িতে এবারও অবশ্যই থাকছে কোয়াত্রো। চার চাকায় দেওয়া রয়েছে বিশেষ সাসপেনশন কন্ট্রোল। গাড়ির সামনের দিকে আরও স্লিক ডিজাইন দিয়েছে Audi। যার ফলে আরও বেশি স্পোর্টি লাগছে গাড়ি। বড় গ্রিলের সঙ্গে এবার Q5 পেয়েছে নতুন বাম্পার। বদল হয়েছে ১৯ ইঞ্চির অ্যালোয় হুইলে। যেখানে নতুন এস ডিজাইন এনেছে কোম্পানি।
New Audi Q5 SUV: কেবিন কেমন নতুন গাড়ির ?
আগের থেকে অনেক বেশি পরিবর্তন করা হয়েছে গাড়ির কেবিনে। এবার গাড়িতে আরও বড় ১০.১ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট দেওয়া হয়েছে। এই প্রিমিয়াম এসইউভিতে থাকছে Audi Q5-এ রয়েছে 'থ্রি-জোন ক্লাইমেট কন্ট্রোল' ফিচার। ডিজিটাল ককপিট ছাড়াও ওয়্যারলেস চার্জিং, একটি বড় প্যানোরামিক সানরুফ, ড্রাইভার মেমরি-সহ পাওয়ার-অ্যাডজাস্ট ফ্রন্ট সিট, অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ের 30টি অপশন, পার্ক অ্যাসিস্ট দেওয়া হয়েছে গাড়িতে। পুরো এসইউভিতে 19 টি স্পিকার সেট দেওয়া হয়েছে। যাতে রয়েছে B&O অডিও সিস্টেম। এ ছাড়াও 8টি এয়ারব্যাগ ও একটি রেয়ার ক্যামেরা গাড়িতে দিয়েছে কোম্পানি।
2021 Audi Q5 Facelift: কত টাকায় বুকিং শুরু ?
দুটো ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে গাড়ির। Audi Q5 Facelift-এর প্রিমিয়াম প্লাস ছাড়াও পাবেন টেকনোলজি অপশন। প্রিমিয়াম ভ্যরিয়েন্টের এক্স শোরুম প্রাইস থাকছে ৫৮.৯ লক্ষ টাকা। সেখানে টেকনোলজি মডেলের দাম ৬৩ লক্ষ ৭৭ হাজার টাকা । কিছুদিনেই মধ্য়েই শুরু হবে গাড়ির বুকিং। ২ লক্ষ টাকা দিয়ে বুকিং করা যাবে এই প্রিমিয়াম এসইউভি।
আরও পড়ুন : Bajaj Pulsar 250 Launched: এসে গেল নতুন বাজাজ পালসার ২৫০, দেখে নিন প্রথম ছবি
আরও পড়ুন Honda Rebel 500: রয়্যাল এনফিল্ডের সঙ্গে হবে টক্কর, ভারতে নতুন ক্রুজার বাইক আনছে হোন্ডা