New Maruti Vitara Brezza: বদলাচ্ছে এই সবকিছু, পিছিয়ে গেল নতুন মারুতি ব্রেজার লঞ্চ
New Maruti Vitara Brezza: সামনে বসেছে নতুন ক্রোমপ্লেট। এবার শোনা যাচ্ছে, নতুন মডেলে পুরোনো কিছু শেয়ার করবে না মারুতি। একেবারে বদলে দেওয়া হবে New Maruti Vitara Brezza লুক।
নয়াদিল্লি: দীপাবলির মরসুমে বাজারে এল না। শোনা যাচ্ছে, আগামী বছরে বাজারে আসতে চলেছে New Maruti Vitara Brezza। একেবারে নতুন রূপে নতুন প্লাটফর্মে তৈরি হতে চলেছে এই গাড়ি। সঙ্গে থাকতে পারে সানরুফের অপশন।
New Maruti Vitara Brezza: গত বছরই আপডেট করা হয়েছে পুরোনো ব্রেজা। ফেসলিফটেড ভার্সনে এসেছে নতুন পেট্রল মডেল। যাতে প্রজেক্টার হেডল্যাম্প ছাড়াও দেওয়া হয়েছে এলইডি ডিআরএলস। সামনে বসেছে নতুন ক্রোমপ্লেট। এবার শোনা যাচ্ছে, নতুন মডেলে পুরোনো কিছু শেয়ার করবে না মারুতি। একেবারে বদলে দেওয়া হবে New Maruti Vitara Brezza লুক।
New Maruti Vitara Brezza: হার্ট টেক প্লাটফর্মে তৈরি গাড়ি
পুরোনো খোলনলচে বদলে এবার মারুতির লেটেস্ট হার্টটেক প্লাটফর্মে আসছে ভিটারা ব্রেজা এসইউভি। এই হার্টটেক প্লাটফর্মেই তৈরি হয়েছে নতুন সেলেরিও (Maruti Celerio)। আসলে হালকা হলেও বেশি মজবুত মারুতির এই হার্ট টেক প্লাটফর্ম। তাই কোম্পানির বেশিরভাগ গাড়িকেই এখন এই প্লাটফর্মে তৈরি করা হচ্ছে।রিপোর্ট বলছে, আগের থেকে অনেক বেশি প্রিমিয়াম দেখাবে এই গাড়িকে। এসইউভি হওয়ার জন্য গাড়িতে সামনের গ্রিলে পরিবর্তন করবে কোম্পানি। সঙ্গে এলইডি ডিআরএলস থাকবে।
New Maruti Vitara Brezza: গাড়ির চাকায় বদল
আগের গাড়ির থেকে বদল হবে এবারের ইন্টিরিয়রে।পরিবর্তন আনা হচ্ছে গাড়িতে। ১৭ ইঞ্চির অ্যালোয় হুইল আনা হচ্ছে নতুন ব্রেজাতে। সবথেকে বড় পরিবর্তন স্টুডিও ইনফোটেইনমেন্ট সিস্টেম। নতুন মডেলে কানেকটেড টেকনোলজি দেবে মারুতি। সঙ্গে থাকবে সানরুফের অপশন। পিছনের আসনেও এসি ভেন্ট দেবে কোম্পানি।
New Maruti Vitara Brezza: এবার কী ইঞ্জিন ?
বদলে যাচ্ছে হুইল বেস। আগের থেকে হুইল বেস বেড়ে যাওয়ায় এবার গাড়ির সাইজেও বাড়ছে। নতুন গাড়িতে অবশ্য থাকছে না কোনও ডিজেল ইঞ্জিন। আগামী মডেলে কেবল ১.৫ লিটার পেট্রল ইঞ্জিন দেখতে পাবেন ক্রেতারা। তবে এবার ৬ স্পিড অটো গিয়ারবক্স দেখা যাবে নতুন ভিটারা ব্রেজায়। গাড়ির মাইলেজ বাড়ানোর জন্য দেওয়া হবে মাইল্ড হাইব্রিড ইঞ্জিন। আগামী বছরের প্রথমার্ধেই ভারতের বাজারে দেখা যেতে পারে এই গাড়ি।
আরও পড়ুন : Bank FD Update: এই বাজারে ফিক্সড ডিপোজিটে পান ৭ শতাংশ সুদ, জেনে নিন এই ব্যাঙ্কগুলির নাম
আরও পড়ুন : Hyundai Creta facelift: এই দিন হবে লঞ্চ, কী থাকছে নতুন এসইউভিতে ?