Hyundai Creta facelift: এই দিন হবে লঞ্চ, কী থাকছে নতুন এসইউভিতে ?
Hyundai Creta facelift: লঞ্চ হওয়ার আগেই ইতিমধ্যেই গাড়ির ছবি প্রকাশ্যে চলে এসেছে। ইনস্টাগ্রাম ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে দেখা গিয়েছে গাড়ির ছবি।
নয়াদিল্লি: আসছে নতুন প্রজন্মের Hyundai Creta facelift। ইন্দোনেশিয়ায় GIIAS 2021 auto show-এ আগামী সপ্তাহেই মুক্তি পাবে এই গাড়ি। ১১ নভেম্বর লঞ্চ হবে ২০২২ সালের ক্রেটা ফেসলিফট। শোনা যাচ্ছে, সামনের বছরই ভারতের বাজারে আসতে চলেছে এই গাড়ি।
Hyundai Creta facelift: লঞ্চ হওয়ার আগেই ইতিমধ্যেই গাড়ির ছবি প্রকাশ্যে চলে এসেছে। ইনস্টাগ্রাম ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে দেখা গিয়েছে গাড়ির ছবি। এক ঝলকে দেখলে Hyundai Tucson SUV-র সঙ্গে মিল রয়েছে নতুন ক্রেটার। সামনের ক্রোম গ্রিল একেবারে হুন্ডাই টুসোর মতোই দেখতে হয়েছে। যা ইতিমধ্যে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে।
Hyundai Creta facelift-এর ডিজাইন
ফেসলিফ্ট হলেও একেবারে বদলে গিয়েছে ক্রেটার ফ্রন্ট গ্রিল। এই নতুন গ্রিলকে বলা হচ্ছে parametric pattern। এলইডি হেডলাইটের সঙ্গে এই এসইউভিতে রয়েছে এলইডি ডিআরএলস। ফগ ল্যাম্পের কেসিং এবার বাম্পারের অনেকটা ভিতরে রাখা হয়েছে। প্যানোরামিক সানরুফ, বোস প্রিমিয়াম স্পিকার ছাড়াও 10.25-inch TFT LCD ক্লাস্টার দেওয়া হয়েছে গাড়িতে।
Hyundai Creta facelift-এর ইঞ্জিন:
নতুন মডেলে 1.5 লিটারের naturally aspirated engine দেওয়া হয়েছে। সঙ্গে থাকছে 1.4 লিটারের টার্বো ইঞ্জিন। এবারও ৬ স্পিড ম্যানুয়াল ও অটোমেটিক গিয়ারবক্স থাকবে দেওয়া হয়েছে গাড়িতে। ADAS ফিচার দেওয়া হয়েছে গাড়িতে। সম্প্রতি ব্রাজিলে লঞ্চ হয়েছে এই এসইউভি। যেখানে একাধিক ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট ফিচার দেওয়া হয়েছে গাড়িতে।
আরও পড়ুন : Maruti Suzuki Celerio : ১০ নভেম্বর আসছে সেলেরিও , জেনে নিন গাড়ির এই ৫টি বিশেষত্ব
আরও পড়ুন : Royal Enfield Update: Himalayan-এর স্ক্র্যাম্বলার ভার্সন, RE Scram 411 আসছে বাজারে