Upcoming IPO: ১০ হাজার কোটির আইপিও আনছে সংস্থা, একলাফে ৩ শতাংশ দাম বাড়ল এই এনার্জি স্টকের
NTPC Green Energy IPO: আজ সকালের সেশনেই এই এনার্জি স্টকের (NTPC Share Price) দাম ৪ শতাংশ বেড়ে সর্বকালীন উচ্চতা ছুঁয়ে ফেলেছিল। এখন ৪২২.২৫ টাকায় ট্রেড করছে এই শেয়ার।
Stock Market: দেশের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বিভাগের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের শেয়ারের দাম হু হু করে বাড়ছে। আজ একলাফে ৩ শতাংশ বেড়ে গিয়েছে এই শেয়ারের দাম। আজ সকালের সেশনেই এই এনার্জি স্টকের (NTPC Share Price) দাম ৪ শতাংশ বেড়ে সর্বকালীন উচ্চতা ছুঁয়ে ফেলেছিল। এখন ৪২২.২৫ টাকায় ট্রেড করছে এই শেয়ার। গতকাল বুধবার এনটিপিসি গ্রিন এনার্জি সংস্থা তাদের আইপিও (NTPC Green Energy IPO) বাজারে আনার জন্য সেবির কাছে DRHP জমা দিয়েছে। আর এই আইপিও আনার খবরেই দাম বেড়েছে এই স্টকের।
যে ড্রাফট পেপার জমা দিয়েছে এই সংস্থা তাতে দেখা যাচ্ছে আইপিওর মাধ্যমে কেবলমাত্র নতুন শেয়ার ইস্যু করবে এনটিপিসি গ্রিন এনার্জি। বর্তমান শেয়ারহোল্ডাররা কেউ তাদের স্টেক বিক্রি করবে না। রিনিউয়েবল এনার্জির দিকেই তাকিয়ে রয়েছে এখন দেশের সমস্ত বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা। আলাদাভাবে দেশে এই বাজার গড়ে উঠছে ধীরে ধীরে। বিনিয়োগকারীরাও এই ধরনের সংস্থার উপর ভরসা রেখে দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা নিয়ে বিনিয়োগ বাড়াচ্ছেন। এই আবহেই বাজারে নতুন আইপিও আনার সিদ্ধান্ত নিয়েছে এনটিপিসি সংস্থার সহযোগী এনটিপিসি গ্রিন এনার্জি সংস্থা।
এই সংস্থার লক্ষ্য আগামী ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট রিনিউয়েবল বিদ্যুৎশক্তি উৎপাদন করা। আর এর জন্য বছরে ৫০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে এনটিপিসি গ্রিন এনার্জি। এখন এই সংস্থা ২০০ গিগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে সক্ষম। আইপিওর ইস্যু সাইজ রেখেছে সংস্থা ১০ হাজার কোটি টাকা। অর্থাৎ কোনও অফার ফর সেল ছাড়াই এই আইপিওর মাধ্যমে বাজার থেকে ১০ হাজার কোটি টাকা তুলতে চাইছে সংস্থা।
এই বছর দেশের বাজারে আইপিওর ছড়াছড়ি। ইতিমধ্যেই ২৩৫টি সংস্থা তাদের আইপিওর মাধ্যমে বাজার থেকে ৭১ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে। ২০২৪ সালে ৫০ বারেরও বেশি সময় নিফটি ৫০ সূচক ফ্রেকর্ড উচ্চতা গড়েছে। বাজারের গতি এখন তুঙ্গে। আর এই আইপিওর খবরে দাম বাড়ছে এনটিপিসির শেয়ারেও।
গতকাল আইপিওর ড্রাফট জমা দেওয়ার দিন এনটিপিসির শেয়ারের দাম ৪১৪.৫ টাকায় বন্ধ হয় এবং ০.৫২ শতাংশ পতন দেখা যায়। আজ ১৯ সেপ্টেম্বর ২.৭৭ শতাংশ বেড়ে যায় এই শেয়ারের দাম সকাল ১০ টা নাগাদ। ৪২৫ টাকার স্তরে চলে গিয়েছিল শেয়ারের দাম।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Gold Silver Rate: লক্ষ্মীবারে সোনা কিনতে কমবে খরচ ? আজ রাজ্য জুড়ে কী দাম চলছে ?