Nandigram News: নন্দীগ্রামে তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্য়ু । নেপথ্যে কাদের হাত ? কী অভিযোগ তৃণমূলের ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE : নন্দীগ্রামে তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্য়ু। দোকানে মিলল রক্তাক্ত দেহ। বাইরে খুন করে দেহ ফেলে রেখে গিয়েছে স্থানীয় বিজেপি নেতা, অভিযোগ তৃণমূলের। পিছনে রাজনীতি নেই, দাবি বিজেপির।
আরও খবর...
এবার সরাসরি মুখ্যমন্ত্রীর অধীনে হিডকো। এতদিন হিডকোর চেয়ারম্যান ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। হিডকো ছিল পুর ও নগরোন্নয়ন দফতরের অধীনে। কিনতু, এবার মুখ্যমন্ত্রীর অধীনে থাকা পার্সোন্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস বিভাগের অধীনে আনা হল হিডকোকে। ফলে এবার থেকে হিডকোর কাজ সরাসরি দেখবেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের রেশন বণ্টন ব্যবস্থা স্বচ্ছ রাখতে নতুন উদ্যোগ নিল খাদ্য দফতর। এবার থেকে প্রত্যেক উপভোক্তা-পরিবারের অন্তত একজন সদস্যের মোবাইল ফোন নম্বর নথিভুক্ত করা বাধ্যতামূলক। খাদ্য দফতরের নতুন নির্দেশিকা অনুযায়ী, রেশন কার্ডের সঙ্গে ওই সংযুক্তিকরণ হলে তবেই মিলবে চাল-ডাল-সহ রেশন সামগ্রী।